বলিভিয়াকে ৪-১ গোলে উড়িয়ে দিলো আর্জেন্তিনা, জোড়া গোল করে ম্যাচের নায়ক মেসি

Spread the love

কোপা আমেরিকায় নিজেদের গ্রুপের শেষ ম্যাচে বলিভিয়ার বিরুদ্ধে মাঠে নেমেছিল আর্জেন্তিনা। আপাতভাবে দেখতে গেল একটা অর্থহীন ম্যাচে লিওনেল মেসি ম্যাজিকে ৪-১ গোলে প্রতিপক্ষকে উড়িয়ে দিল লা আলবিসেলেস্তে। বলিভিয়া নিজেদের প্রথম তিন ম্যাচ হেরে আগেই টুর্নামেন্ট থেকে ছিটকে গিয়েছিল। অপরদিকে, পরের রাউন্ডের টিকিট পাকা হয়ে গিয়েছিল আর্জেন্তিনার। তাই এটি নিয়মরক্ষার ম্যাচ ছাড়া আর কিছুই ছিল না। তবে ম্যাচে যে অধিনায়ক মেসিকে বিশ্রাম দেওয়া হবে না, তা আগেই জানিয়ে দিয়েছিলেন কোচ লিওনেল স্ক্যালোনি।

কথামতো মাঠে নামলেন আর্জেন্তিনার ১০ নম্বর জার্সিধারী। আর নামার সঙ্গে সঙ্গেই হাভিয়ের ম্যাসচেরানোকে পিছনে ফেলে আলবিসেলেস্তের হয়ে ১৪৮ ম্যাচ খেলে সর্বকালের সর্বোচ্চ ম্যাচ খেলার নজির গড়লেন তিনি। ম্যাচে জোড়া গোল করে ম্যাচের নায়কও তিনিই।

তবে শুরুটা করেন আলেহান্দ্রো পাপু গোমেজ। প্যারাগুয়ে ম্যাচের পর আবারও জাতীয় দলের হয়ে প্রথম গোলটি করেন তিনি। বহুদিন জাতীয় দলের থেকে ব্রাত্য ছিলেন। তবে এই কোপা আমেরিকায় যেন নিজের জাত চেনাতে মরিয়া সেভিয়ার পাপু গোমেজ। ম্যাচের বয়স তখন মাত্র পাঁচ মিনিট। মেসির বাড়ানো বলে দারুণ টেকনিক দেখিয়ে ভলিতে বলিভিয়ার গোলে বল জড়িয়ে দেন তিনি।

ম্যাচের ৩৩ মিনিটে নজির গড়ার রাতে পেনাল্টি থেকে নিজের প্রথম গোল করেন মেসি। ৪২ মিনিটে বলিভিয়া গোলরক্ষকের মাথার ওপর দিয়ে অনবদ্য চিপ শটে প্রথমার্ধ শেষ হওয়ার আগেই ম্যাচের ফলাফল ঠিক করে দেন মেসি। বলিভিয়ার হয়ে ম্যাচের ঘন্টাখানেকের মাথায় একমাত্র গোলটি করেন সাভিদ্রা। তবে লাতুরো মার্টিনেজের ৬৫ মিনিটের গোলে ম্যাচ ৪-১ ব্যবধানে শেষ হয়। এই জয়ের সঙ্গে সঙ্গেই গ্রুপ ‘এ’ তে শীর্ষস্থানে থেকে গ্রুপ পর্যায় শেষ করল আর্জেন্তিনা।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*