২০১৪’র ব্রাজিল বিশ্বকাপে খুব কাছ থেকেই লিওনেল মেসিকে দেখেছেন জার্মানির কোচ জোয়াকিম লো। গত আসরে প্রায় একার হাতে আর্জেন্টিনাকে নিয়ে গেছেন বিশ্বকাপের ফাইনালে। জিতেছেন বিশ্বকাপের সেরা খেলোয়াড়ের পুরস্কার। গতকাল আর্জেন্টিনা আর পর্তুগালের দুই অধিনায়ক লিওনেল মেসি ও ক্রিস্টিয়ানো রোনাল্ডোর প্রসঙ্গে বলতে গিয়ে জার্মানির এই কোচ বলেন, আমি মেসিকেই এগিয়ে রাখবো। রোনাল্ডো অসাধারণ ফুটবলার। তার গোল করার অসাধারণ দক্ষতা রয়েছে। কিন্তু মেসি হলো আমার দেখা পরিপূর্ণ একজন ফুটবলার। মেসি একটা দলের গ্রেট খেলোয়াড়। যে কিনা টানা ১০ বছর ধরেই প্রত্যেক মরসুমে সতীর্থদের দিয়ে ৩০-৪০ গোল করাচ্ছে, সব মিলিয়ে সে প্রতি মরসুমে প্রায় ৫০ গোল করে যাচ্ছে। সে এমন একজন ফুটবলার যে অনায়াসেই ৮ থেকে ৯ জন খেলোয়াড়কে পাশ কাটিয়ে এমন এক গোল করবে, যা আপনার মনে থাকবে সারাজীবন। গত দশ বছরের ধরেই ফুটবলে রাজত্ব করে যাচ্ছেন ক্রিস্টিয়ানো রোনাল্ডো ও লিওনেল মেসি। এর মধ্যে বর্ষসেরা পুরস্কারের (ব্যালন ডি’অর) সবক’টিই জেতেন এ দু’জন।
Be the first to comment