গোলে ফিরলেন এল এম ১০

Spread the love

গ্রুপ পর্বের প্রথম দুটি ম্যাচে মেসি গোল পাননি ৷ ‘ডি’ গ্রুপে ক্রোয়েশিয়ার বিরুদ্ধে লজ্জার ৩-০ হার মেনে নিয়েছিল আর্জেন্টিনা ৷ নাইজেরিয়ার বিরুদ্ধে গ্রুপের শেষ ম্যাচেটি চিল মরণ বাঁচন। প্রথমার্ধের ১৪ মিনিটে একটি অনবদ্য গোল দেন মেসি ৷ এটিই ২০১৮ বিশ্বকাপের ১০০ নম্বর গোল ছিল ৷ মাঝমাঠ থেকে পাওয়া থ্রু বলটি অনায়াস দক্ষতায় জালে জড়িয়ে দিতেই গ্যালারি জুড়ে উন্মাদনা ৷ মেসি ছুটলেন কর্নার ফ্ল্যাগের কাছে, দু’হাত উপরে তুলে ধন্যবাদ জানালেন ভগবানকে ৷

এরপর প্রথমার্ধে আরও একটি সুযোগ পেয়েছিলেন তিনি ৷ বক্সের বাইরে থেকে মারা তাঁর ফ্রি-কিক অল্পের জন্য বারে লেগে ফেরত আসে ৷ না’হলে প্রথমার্ধেই জোড়া গোল হয়ে যেত মেসির৷ শেষপর্যন্ত প্রথমার্ধের খেলা শেষে আর্জেন্টিনা ১-০ গোলেই এগিয়ে ছিল৷ পেনাল্টিতে গোল শোধ করেন নাইজেরিয়ার ভিক্টর মোজেস ৷ ম্যাচের শেষ মুহূর্তে আর্জেন্টিনার পরিত্রাতা হয়ে দেখা দিলেন মার্কো রোজো ৷ ৮৬ মিনিটে দলের হয়ে জয়সূচক গোলটি করলেন তিনি ৷

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*