লিওনেল মেসির কাছ বিশেষ উপহার পেলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তা হল, মেসির সই করা বার্সেলোনার জার্সি। তাতে সই করেছেন স্বয়ং মেসি। জার্সিতে মমতার জন্য রয়েছে বিশেষ বার্তাও। লেখা রয়েছে, “আমার বন্ধু দিদির জন্য লিওনেল মেসির শুভেচ্ছা।” সার্থকভাবে আন্ডার ১৯ বিশ্বকাপের আয়োজন করার জন্য মমতাকে এই উপহার দিয়েছেন মেসি।
এনডিটিভি জানাচ্ছে, বার্সেলোনার প্রাক্তন ফুটবলার তারকা জুলিয়ানো বেলেত্তি এবং জারি লিটমানেন ফুটবল নেক্সট ফাউন্ডেশনের কর্মকর্তাদের হাতে জার্সিটি তুলে দেন। মোহনবাগান ও বার্সেলোনার প্রাক্তনীদের মধ্যে ম্যাচের পর জার্সিটি দেন তাঁরা। ফাউন্ডেশনের কৌশিক মৌলিক জানিয়েছেন, ব্যক্তিগতভাবে তাঁরা মুক্যমন্ত্রীর হাতে মেসির জার্সি তুলে দিতে পারেননি। এখন মমতা সময় দিলেই তাঁর হাতে দেওয়া হবে মেসির উপহার। ২০১১ সালে সল্টলেক স্টেডিয়ামে আর্জেন্টিনা এবং ভেনেজুয়েলার মধ্যে একটি ফ্রেন্ডলি ম্যাচ খেলতে কলকাতায় এসেছিলেন মেসি। এই ১০ নম্বর জার্সি গায়েই খেলেছেন মারাদোনা, রোমারিও এবং রোনাল্ডিনহো।
দেখুন সেই উপহার-
Be the first to comment