বিশ্বকাপে এই প্রথম ফ্রান্সের কাছে হারলো আর্জেন্টিনা। ফ্রান্স-আর্জেন্টিনা ম্যাচের প্রথমেই ১৩ মিনিটে গ্রিজম্যানের পেনাল্টি থেকে করা গোলে এগিয়ে যায় ফ্রান্স। এরপর ৪১ মিনিটে ডি মারিয়ার দূরপাল্লার গোলে সমতায় ফেরে আর্জেন্টিনা। ১-১ গোলেই শেষ হয় প্রথমার্ধের লড়াই। বিরতির কিছু পরেই ৪৮ মিনিটে মেসির নেওয়া শট মার্কাডোর পায়ে লেগে ফ্রান্সের জালে জড়িয়ে যায়। ২-১ গোলে পিছিয়ে পড়ার পর ফ্রান্স আক্রমণের ঝাঁজ বাড়ায়। যারফলে ৫৭ মিনিটে পাভার্ডের দুরন্ত শটে সমতায় ফেরে ফ্রান্স। এরপর ৬৪ ও ৬৮ মিনিটে এমবাপ্পের দুরন্ত জোড়া গোলে এগিয়ে যায় ফ্রান্স। ম্যাচের একদম অন্তিম মুহূর্তে ৯৩ মিনিটে মেসির বাড়ানো পাসে আগুয়েরো গোল করলেও শেষ রক্ষা হল না। ৪-৩ গোলে জিতে শিরোপা দখলের লড়াইতে এক ধাপ এগিয়ে গেল ফ্রান্স।
অন্যদিকে, উরুগুয়ে-পর্তুগাল ম্যাচে প্রথমার্ধে ৭ মিনিটেই সুয়ারেজের বাড়ানো ক্রসে দুরন্ত হেডারে বল জালে পাঠান কাভানি। ১-০ গোলে শেষ হয় প্রথমার্ধের লড়াই। বিরতির পর গোল করার লক্ষ্যে দ্রুত আক্রমণে উঠতে থাকে পর্তুগাল, আর অপরদিকে উরুগুয়ের রক্ষণ ম্যাচ গড়ানোর সঙ্গে আরও মজবুত হতে থাকে। ৫৫ মিনিটে পেপের করা গোলে সমতায় ফেরে পর্তুগাল। এরপর ম্যাচের ৬২ মিনিটে আরও একবার দুরন্ত গোল করে উরুগুয়েকে এগিয়ে দেয় সেই কাভানি। এরপর বার বার আক্রমণে উঠেও সমতা ফেরাতে পারেনি সি আর সেভেনের দল। ২-১ গোলে জয়লাভ করে উরুগুয়ে। শুক্রবার কোয়ার্টার ফাইনালের প্রথম ম্যাচে উরুগুয়ে মুখোমুখি হবে ফ্রান্সের।
Be the first to comment