রোজদিন ডেস্ক :-
আজ থেকে রাজ্যের অনেক জেলায় অবিরাম বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আজ অর্থাৎ ১৫ অক্টোবর উত্তর ও দক্ষিণবঙ্গের ১০টি জেলায় মোট বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। তবে আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, ভারী বৃষ্টির সম্ভাবনা নেই।
১৫ অক্টোবর দার্জিলিং, কালিম্পং, বাঁকুড়া, ঝাড়গ্রাম, মেদিনীপুর, হাওড়া, হুগলি, কলকাতা, দুটি ২৪ পরগনায় বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে।
১৬ অক্টোবর দক্ষিণবঙ্গের পাঁচটি জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এছাড়া উত্তরের পাঁচটি জেলা দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, কোচবিহার, আলিপুরদুয়ারে বৃষ্টির সম্ভাবনা রয়েছে।
১৭ অক্টোবর এই পাঁচটি জেলায় বিক্ষিপ্তভাবে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। ১৮ অক্টোবর দক্ষিণবঙ্গের জেলাগুলিতে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। ঝাড়গ্রাম, মেদিনীপুর, দক্ষিণ চব্বিশ পরগনা এবং দার্জিলিং, কালিম্পং-এ বৃষ্টির সম্ভাবনা রয়েছে।
কলকাতার দুই জায়গায় হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বজ্রপাতের কোনও সম্ভাবনা নেই। কলকাতায় তাপমাত্রা ৩৩ থেকে ৩৪ ডিগ্রির কাছাকাছি হতে পারে।
Be the first to comment