গতকাল রাত দশটা নাগাদ দমদমমুখী এক মেট্রোতে এক যুগল নিজেদের মধ্যে আলিঙ্গন অবস্থায় একটি সাইডে নিশ্চিন্তে দাঁড়িয়েছিলেন। তা দেখে আপত্তি জানালো কিছু মাঝ-বয়সী বুড়োবুড়ি। সেন্ট্রাল স্টেশান থেকে ঘটনার শুরু। তাদের এই অবস্থায় দেখে এই বুড়োবুড়িরা নিজেদের মনে করে ফেললো যে তারা এই সমাজের রক্ষক।
প্রথমে একজন তার আপত্তির কথা জানালো। যুবক যুবতী তার কথায় উওরে যথেষ্ট ঠান্ডা মাথায় জবাব দিচ্ছিল এবং তারপরের ব্যাপারটা কতটা ভয়াবহ হয়ে উঠবে সেই আন্দাজ করেনি তারা। আস্তে আস্তে উত্তেজনা বাড়তে থাকে। তখন যুগলকে হুমকি দেওয়া হয় ‘দমদমে নাম দেখাচ্ছি’। ততক্ষণে আশেপাশের লোকগুলোর মধ্যেও প্রতিবাদী মনোভাব জেগে ওঠে এবং তারাও সমাজকে বাঁচানোর তাগিদে এই নিরপরাধ দুই প্রাপ্তবয়স্ক নারী-পুরুষকে উচিত শিক্ষা দিতে মাঠে নেমে পড়েন।
রাত দশটা নাগাদ, সকলে মিলে এই দু-জন যুগলকে ঘিরে ধরে। মারমুখী হয়ে ওঠে বুড়বুড়ির দল। উদ্দত মারমুখী ঐ বুড়বুড়ির হাত থেকে বাঁচাতে সেই সময় এগিয়ে এল কিছু যুবক সহযাত্রী এবং মহিলারা। তারাই সেই যুগলকে এদের হাত থেকে উদ্ধার করে।
Be the first to comment