৫ লক্ষ টাকা ক্ষতিপূরণ দেওয়ার কথা ঘোষণা করলো মেট্রো

Spread the love

মেট্রোর কাজের জন্য চরম বিপর্যয়ের মুখোমুখি বউবাজার। ক্ষতিগ্রস্ত হয়েছে একাধিক বাড়ি। বাড়ি ভেঙে পড়ার সম্ভাবনা তৈরি হওয়ায় কার্যত এক নোটিশেই বাড়ি ছাড়তে হয়েছে বাসিন্দাদের। এমনকি সঙ্গে থাকা জিনিসপত্রও নিয়ে যেতে পারেননি অনেকে। এই অবস্থায় মেট্রো কর্তৃপক্ষকে ক্ষতিপূরণ দিতে বলেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। অবশেষে বৃহস্পতিবার ক্ষতিপূরণ দেওয়ার কথা ঘোষণা করলো মেট্রো। ক্ষতিগ্রস্ত পরিবারগুলিকে পাঁচ লক্ষ টাকা দেওয়ার কথা ঘোষণা করেছে মেট্রো কর্তৃপক্ষ। কোন পরিবারের কত ক্ষতি হয়েছে সেটা না দেখেই এই ক্ষতিপূরণের টাকা দেওয়া হবে বলে জানানো হয়েছে।

উল্লেখ্য, মঙ্গলবার ধসের ফলে বেশ কয়েকটি বাড়িতে ফাটল দেখা যায়। ফলে ওই সব বাড়ির বাসিন্দারদের সরিয়ে নেওয়া হয় অন্যত্র ৷ তারপরে নবান্নে বৈঠক ডাকেন মুখ্যমন্ত্রী। এইসব বিষয়ে আলোচনা হয়। মুখ্যমন্ত্রী বৈঠকে বলেন, কার দোষ কার গুণ এটা এখন দেখার সময় নয় ৷ তিনি একদিকে যেমন প্রকল্পের কাজ শেষ করার কথা বলেছেন তেমনই আবার এই বাড়ি ভেঙে পড়া মানুষগুলিকে উপযুক্ত ক্ষতিপূরণ দেওয়ার কথাও বলেন। মুখ্যমন্ত্রীর দাবি ছিল, পুনর্বাসনের ব্যবস্থা মেট্রোকেই করে দিতে হবে ৷ এই প্রসঙ্গে তিনি জানান, বাড়ির বদলে বাড়ি করে দেওয়া হবে ৷ এছাড়া আপাতত বাড়ি ভাড়ার ব্যবস্থা করা এবং তাঁদের বাড়ি ভাড়ার খরচ মেট্রো কর্তৃপক্ষকে দিতে অনুরোধ করেন মুখ্যমন্ত্রী।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*