ফের অফিস টাইমে মেট্রো বিভ্রাট। বৃহস্পতিবার, বিকেলে অফিস ছুটির সময় ডাউন কবি সুভাষগামী একটি ট্রেনের রেকের ভিতরে ধোঁয়া দেখা যায়। ট্রেনটি সেই সময় ময়দান স্টেশনে ঢুকছিল। ধোঁয়ায় ছড়িয়ে পড়লে বেশ কয়েকজন যাত্রী অসুস্থ হয়ে পড়েন। ট্রেনটি স্টেশনে ঢোকার সঙ্গে সঙ্গে মেট্রো কর্মীরা এগিয়ে গিয়ে আটকে যাত্রীদের নামিয়ে আনেন। যদিও আটকে পড়া যাত্রীদের অভিযোগ, মেট্রো কর্তৃপক্ষের উদ্ধারে অনেক দেরি করেছে। শুধু তাই নয়, তাঁদের সঙ্গে কোনও যোগাযোগও করেনি। প্রথম রেকে আগুন লাগে। তবে, কী করে আগুন ছড়াল তা এখনও স্পষ্ট নয়। এই পরিস্থিতিতে আপ-ডাউন দু দিকের মেট্রো চলাচল বন্ধ রাখা হয়।
এখনও বার করে আনা হচ্ছে অসুস্থ যাত্রীদের তাদের নিয়ে যাওয়া হচ্ছে নিকটবর্তী হাসপাতালে। মেট্রো স্টেশনে কলকাতা পুলিশের প্রচুর অ্যাম্বুল্যান্স এসে পৌঁছয়। দমকলের ডিজি এডিসিপি সাউথ অপরাজিতা রাই এবং এসে পৌঁছয় কলকাতা ডিজাস্টার ম্যানেজিং গ্রুপ। ঘটনাস্থলে রয়েছেন কলকাতা পুলিশ কমিশনার রাজীব কুমার, দমকলের ডিজি, এডিসিপি সাউথ ডিভিশন অপরাজিতা রাই।
ইতিমধ্যেই এসএসকেএম হাসপাতালে পৌঁছেছেন মেয়র ফিরহাদ হাকিম।
দেখুন ভিডিও-
দেখুন ছবি-
Be the first to comment