বড়দিনে যাত্রীদের উপহার দিল মেট্রো কর্তৃপক্ষ। বুধবার থেকে বাড়লো শেষ মেট্রোর সময়সীমা। কর্তৃপক্ষের তরফে জানানো হয়েছে কবির সুভাষ এবং দমদম থেকে রাতের শেষ মেট্রো ছাড়বে রাত ১১.১০ মিনিটে। যাত্রীদের সুবিধার কথা মাথায় রেখেই এই সিদ্ধান্ত নিয়েছে কর্তৃপক্ষ। এর আগে জানানো হয়েছিল রাত ১১টায় ছাড়বে শেষ মেট্রো। তবে সিদ্ধান্ত বদলে পিছিয়ে দেওয়া হল সময়। এছাড়া, বড়দিন উপলক্ষ্যে এদিন ১২টি বাড়তি মেট্রো চালানো হবে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।
৫ ডিসেম্বর থেকে কার্যকর হয়েছে নতুন ভাড়া। ছ’বছর পর মেট্রোর ভাড়া বাড়ায় তালিকায় এক লাফে প্রায় দ্বিগুণ হয়ে গিয়েছে টিকিটের দাম। ন্যূনতম ভাড়া ৫ টাকা থাকলেও দুরত্ব কমছে। ২ কিলোমিটারের বেশি যাতায়াতেই গুণতে হবে বাড়তি ভাড়া। তারপর প্রতি স্টেজে ৫ টাকা ভাড়া বাড়ছে।
ভাড়া বৃদ্ধির পর প্রথম ১০ কিলোমিটার যাওয়ার জন্য প্রতি কিলোমিটার যেতে দ্বিগুণ ভাড়া গুনতে হবে যাত্রীদের। প্রথম ১৫ কিলোমিটারের জন্য প্রায় দেড় গুণ। অর্থাৎ প্রথম জোনের ভাড়া ছিল ৫ টাকা তাই রাখা হয়েছে। কিন্তু তার মধ্যে কমানো হয়েছে কিলোমিটার। যা করা হয়েছে শূন্য থেকে ২ কিমি। অন্যদিকে জোন ২ তে অর্থাৎ ২ থেকে ৫ কিমি তে টিকিটের দাম বেড়ে হয়েছে ১০ টাকা।
Be the first to comment