শর্ত মেনে পরিষেবা সম্ভব নয়, নবান্নকে সাফ জানিয়ে দিল মেট্রো

Spread the love

শহরে মেট্রো রেল চালাতে গেলে সতর্কতামূলক ব্যবস্থা নেওয়া প্রয়োজন বলে জানিয়েছিলেন মুখ্যমন্ত্রী। সোমবার সকালে মেট্রো কর্তৃপক্ষের সঙ্গে বৈঠকে বসেছিল রাজ্য। সেখানে মেট্রো কর্তৃপক্ষ রাজ্যকে সাফ জানিয়ে দেয় রেল মন্ত্রকের অনুমতি ছাড়া মেট্রো চালানো সম্ভব নয়।

পাশাপাশি এও জানায়, দূরত্ব-বিধি মেনে মেট্রো চালানো সম্ভব নয়। তাই আগামী ১২ আগস্ট পর্যন্ত মেট্রো চলাচল বন্ধ থাকবে বলে সাফ জানিয়ে দেয় মেট্রো কর্তৃপক্ষ।

স্বাস্থ্যবিধি মানতে পারলে বুধবার অর্থাৎ ১ জুলাই থেকে কলকাতায় মেট্রো চালু হতে পারে বলে জানায়েছিল নবান্ন। কিন্তু তা নিয়ে ধোঁয়াশার সৃষ্টি হয়। নির্দিষ্ট দূরত্ববিধি মানতে গেলে যত আসন, তত যাত্রী মেনেই চালাতে হবে মেট্রো। কিন্তু সেই ফর্মুলায় মেট্রো চালাতে গেলে সমস্যা হতে পারে। RPF দিয়ে মেট্রো চালানো সম্ভব নয় বলে স্বরাষ্ট্রসচিবকে জানিয়ে দেয় মেট্রো রেল কর্তৃপক্ষ।

সূত্রের খবর অনুসারে সোমবার বৈঠকে বলা হয়, মেট্রো চলবে কিনা তা সিদ্ধান্ত নেবে একমাত্র রেলমন্ত্রকই। রাজ্য সরকারকে রেলমন্ত্রকের সঙ্গে কথা বলার পরামর্শ দিলেন মেট্রো রেলের ৩ আধিকারিক। এ বিষয়ে রাজ্য সরকার চিঠি দিচ্ছে রেলকে। করোনাভাইরাস থেকে যাত্রীদের সুরক্ষা নিশ্চিত করা এবং সংক্রমণের সম্ভাবনা যতটা সম্ভব কমানোর ক্ষেত্রে মেট্রোর থেকে রাজ্য সরকার কী কী পদক্ষেপ চাইছে, সে সব নিয়ে বৈঠক হয় নবান্নে।

এ দিনে রাজ্য সরকারের পক্ষ থেকে বৈঠকে অংশ নিয়েছিলেন স্বরাষ্ট্রসচিব আলাপন বন্দ্যোপাধ্যায়, পরিবহণসচিব প্রভাত মিশ্র, কলকাতার পুলিশ কমিশনার অনুজ শর্মা এবং ব্যারাকপুর পুলিশ কমিশনার মনোজ ভার্মা। কলকাতা মেট্রোর পক্ষ উপস্থিত ছিলেন সংস্থার জেনারেল ম্যানেজার মনোজ যোশি ও চিফ অপারেটিং ম্যানেজার সাত্যকি নাথ।

বৈঠক শুরুর আগে কলকাতা মেট্রোর কর্মীরা জানিয়েছিলেন, ট্র্যাকে একসঙ্গে আপ ও ডাউন মিলিয়ে পাঁচটি করে মোট ১০টা রেক থাকে। রেকের প্রতি কামরায় ভিড় সামলাতে দু’জন করে নিরাপত্তারক্ষী মোতায়েন রাখলে শুধু ট্রেনেই দেড়শোর বেশি নিরাপত্তারক্ষী লাগবে। এর পরে রয়েছে প্ল্যাটফর্মে ভিড় সামলানোর কাজ। অফিস টাইমে কলকাতা মেট্রোর ২৪টি স্টেশনে যে বিপুল জনসমাগম হয়, তা কী ভাবে সামাল দেওয়া হবে, তা নিয়েও নিশ্চিত কোনও সমাধানসূত্রে আসতে পারেনি সংস্থা।

এ দিনের বৈঠকে মেট্রোর আধিকারিকরা তাঁদের অনুকূলে এবং প্রতিকূলে থাকা বিষয়গুলি প্রশাসনের কাছে স্পষ্ট করে দিয়েছে। এর পর সব দিক বিবেচনা করে রাজ্য সরকার ভারতীয় রেল বোর্ডের কাছে চিঠি পাঠাবে বলে জানা গিয়েছে।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*