প্রতীকী ছবি,
সঞ্জয় কাঞ্জিলালের মর্মান্তিক মৃত্যুর ঘটনা বেশিদিন হয়নি। আর তার মধ্যেই ফের একই ঘটনার পুনরাবৃত্তি ঘটলো মেট্রোয় ৷ রেকের দরজায় আটকে গেল যাত্রীর হাত ৷ সেই অবস্থাতেই চলতে শুরু করে মেট্রো ৷ আরপিএফ স্টাফের তৎপরতায় বড়সড় বিপদ থেকে রক্ষা ৷ মেট্রো টানেলে ঢোকার মুখে ট্রেন থামিয়ে দেন মোটরম্যান ৷
জানা গিয়েছে, মঙ্গলবার নেতাজি ভবন স্টেশন ছেড়ে মেট্রো বেরনোর সময় রেকের দরজায় হাত আটকে যায় এক যাত্রীর ৷ সঞ্জয় কাঞ্জিলালের ঘটনার মতো এবারও থামেনি ট্রেন ৷ যাত্রী কামরার ভিতরে থাকায় রক্ষা পান ৷ তবে টানেলে ঢোকার মুখে মোটরম্যান মেট্রো থামিয়ে দরজা খুলে দেন ৷ তাতেই রক্ষা, হাত বের করে নেন যাত্রী ৷
উল্লেখ্য, গত ১৩ জুলাই মেট্রোর দরজায় আটকে যান সঞ্জয় কাঞ্জিলাল ৷ কামরার বাইরে ঝুলতে থাকেন তিনি ৷ সেই অবস্থায় মেট্রো টানেলে ঢুকে যায় ৷ মর্মান্তিকভাবে মৃত্যু হয় তাঁর।
Be the first to comment