NEET পরীক্ষার্থীদের সুবিধার্থে ১৩ সেপ্টেম্বর মেট্রো চলবে। বুধবার প্রেস বিবৃতি দিয়ে জানাল কলকাতা মেট্রো কর্তৃপক্ষ। তবে এ দিন সাধারণ যাত্রীরা মেট্রোয় উঠতে পারবেন না। শুধুমাত্র পরীক্ষার্থী এবং তাঁদের অভিভাবকেরা এই সুবিধা নিতে পারবেন। সাধারণের জন্য পরিষেবা চালু হবে ১৪ সেপ্টেম্বর থেকে।
মেট্রো কর্তৃপক্ষের তরফে দেওয়া বিবৃতি অনুযায়ী, ১৩ সেপ্টেম্বর সকাল ১১টা থেকে মেট্রো পরিষেবা শুরু হবে। চলবে সন্ধ্যা ৭টা পর্যন্ত। অর্থাৎ, নোয়াপাড়া এবং কবি সুভাষ দু’টি স্টেশন থেকে শেষ মেট্রো ছাড়বে সন্ধ্যা ৭টায়। দিনভর ৬৬টি রেক চালান হবে। তারমধ্যে ৩৩টি আপ এবং ৩৩টি ডাউন লাইনে।
১৫ মিনিট পর পর মেট্রো চালানোর সিদ্ধান্ত গৃহীত হয়েছে পরীক্ষার্থীদের সুবিধার্থে। তবে এ দিন কোনও টোকেন দেওয়া হবে না। প্রিন্টেড কার্ড টিকিট ইস্যু করা হবে পরীক্ষার্থী ও তাদের পরিবারের সদস্যদের জন্য। যদিও সেই টিকিট মিলবে অ্যাডমিট কার্ড দেখানোর পরে।
Metro Railway
Kolkata
PRESS RELEASE
SPECIAL METRO SERVICES ON 13.09.2020 FOR NEET ASPIRANTS
Kolkata, 9th September, 2020 :
Metro Authorities have decided to run special Metro services on 13.09.2020 (Sunday) for the benefit of the NEET aspirants. A total of 66 services (33 UP and 33 DN) will be run on that day from 11.00 hrs to 19.00 hrs from both ends i.e. Noapara and Kavi Subhash stations. These services will be available in every 15 minutes. No token will be issued to commuters. Only Printed Card Tickets (PCT) will be issued to the bonafide students and their guardians. Examinees will have to show their bonafide admit cards at the gates of Metro stations.
Commuters are requested to maintain social distancing and all other COVID-19 protocols at Metro premises and also co-operate with Metro Authorities.
Be the first to comment