পুজো উপলক্ষে শহরবাসীকে বিশেষ উপহার দিলো মেট্রো রেল ৷ প্রতিবছরের মতো এবারেও পুজোর কটা দিন বাড়তি ট্রেন চালাবে কলকাতা মেট্রো ৷ তবে শুধু পুজোর কদিনই নয়, শনি-রবিবার ও ছুটির দিনগুলিতে বাড়তি মেট্রো চালানো হবে বলে জানিয়েছে মেট্রো কর্তৃপক্ষ।
মেট্রো সূত্র জানানো হয়েছে, চতুর্থী, পঞ্চমী ও ষষ্ঠীতে ২৮৪টি মেট্রো চলবে ৷ সকাল ৮টা থেকে রাত ১১.১০ পর্যন্ত পাওয়া যাবে মেট্রো পরিষেবা ৷ এছাড়া দুপুর ১টা থেকে ভোর ৪টে পর্যন্ত পরিষেবা পাওয়া যাবে সপ্তমী,অষ্টমী ও নবমীর দিন ৷ এই তিনদিন ২৩২টি করে মেট্রো চলবে বলে খবর ৷ পাশাপাশি একাদশী, দ্বাদশী, ত্রয়োদশী, চতুর্দশীতে দুপুর ১টা থেকে রাত ১০টা পর্যন্ত পাওয়া যাবে মেট্রো ৷ এই ৪ দিন মোট ২৩৬টি মেট্রো চালানো হবে ৷
এখানেই শেষ নয়। লক্ষ্মীপুজোতেও সকাল ৯টা থেকে রাত ৯.৫৫ পর্যন্ত পাওয়া যাবে মেট্রো ৷ সারাদিনে চলবে ১২৪টি মেট্রো ৷ মেট্রো রেলওয়ে কর্তৃপক্ষ জানিয়েছে, ৫টি শনিবার চলবে ২৮৪টি করে মেট্রো ৷ সেপ্টেম্বরের প্রথম দুই রবিবার চলবে ১৫৪টি মেট্রো ৷ পুজোর আগের শেষ তিন রবিবারও বাড়তি ট্রেন থাকবে যাত্রীদের জন্য ৷ অন্যদিনের তুলনায় ট্রেন থাকবে বেশি ৷ মোট ১৮২টি মেট্রো চলবে ৷
Be the first to comment