টেটের দিন অতিরিক্ত মেট্রো, দমদম থেকে প্রথম ট্রেনের সময় জেনে নিন

Spread the love

আগামী ২৪ ডিসেম্বর প্রাথমিক শিক্ষক নিয়োগের পরীক্ষা টেট। রবিবার এই পরীক্ষা। ছুটির দিন হওয়ায় এদিন এমনিই ট্রেন, মেট্রো কম থাকে। তবে পরীক্ষার্থীদের সুবিধার জন্য অতিরিক্ত মেট্রো চালানোর সিদ্ধান্ত নিয়েছে রেল। বৃহস্পতিবার প্রেস বিবৃতি জারি করেছে মেট্রো কর্তৃপক্ষ। ব্লু লাইনে সকাল ৬টা ৫০ থেকে ২৪ তারিখ মেট্রো চলবে। ২৪ তারিখ মোট ২৩৪টি মেট্রো চলবে। আপে ১১৭টি, ডাউনে ১১৭টি। অন্যান্য সময় রবিবার ১৩০টি মেট্রো চলে।

মেট্রো রেলের মুখ্য জনসংযোগ আধিকারিক কৌশিক মিত্র জানান, কবি সুভাষ থেকে দক্ষিণেশ্বরগামী প্রথম মেট্রো চলবে সকাল ৬টা ৫০ মিনিটে। অন্যান্য রবিবার যা সকাল ৯টা থেকে চলে। দমদম থেকে কবি সুভাষগামী প্রথম মেট্রো ছাড়বে সকাল ৬টা ৫০-এ। অন্যান্য রবিবার যা সকাল ৯টা থেকে চলে। অন্যদিকে সকাল ৭টায় ছাড়বে দক্ষিণেশ্বর থেকে কবি সুভাষগামী প্রথম মেট্রো।

গত বছরের পর আবারও এবার প্রাথমিকের টেট গ্রহণ করছে সরকার। প্রথমে ১০ ডিসেম্বর এই টেট হওয়ার কথা ছিল। যদিও পরে সেই সিদ্ধান্ত বদল হয়। যদিও কেন দিন বদল, তা নিয়ে কিছু জানানো হয়নি। তবে শিক্ষামন্ত্রী জানিয়েছিলেন, প্রাথমিক শিক্ষা পর্ষদের সিদ্ধান্ত এটা।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*