আজ আইপিএলে সুপার সানডের প্রথম ম্যাচে মুম্বাই ইন্ডিয়ানস হারালো কলকাতা নাইট রাইডার্সকে। প্লে অফে জায়গা পেতে গেলে মুম্বাইকে এখন প্রতি ম্যাচে জিততেই হবে। এইরকম পরিস্থিতিতে আজ রোহিত শর্মার মুম্বাই দিনেশ কার্তিকের কলকাতাকে ১৩ রান হারিয়ে প্লে অফে যাওয়ার আশা টিকিয়ে রাখলো।
আজ কলকাতা টসে জিতে প্রথমে ব্যাট করতে পাঠায় মুম্বাইকে। মুম্বাই ইন্ডিয়ান্স এর ওপেনিং জুটি ভালো শুরু করে। নির্ধারিত ২০ ওভারে মুম্বাই ৪ উইকেটে ১৮১ রান করে। সূর্যকুমার যাদব সবচেয়ে বেশি ৫৯ রান করেছেন, বাকিরা ইভিন লিউস (৪৩), রোহিত শর্মা (১১), হার্দিক পান্ডিয়া (৩৫ নট আউট), ক্রুনাল পান্ডিয়া (১১) এবং জেপি ডুমিনি (১৩ নট আউট) প্রত্যেকেই কিছু কিছু রান করে মুম্বাইএর রান ১৮১ তে নিয়ে যায়। কলকাতার হয়ে নারাইন ২টি, রাসেল ২টি উইকেট নিয়েছেন।
জবাবে ব্যাট করতে নেমে দ্রুত দুই ওপেনারকে হারায় কেকেআর। এদিন লিন(১৭) এর সাথে ওপেন করতে নামে আগের ম্যাচের নায়ক তথা অনূর্দ্ধ ১৯ বিশ্বকাপের নায়ক শুভমান গিল (৭)। কিন্তু তাঁরা ব্যর্থ হওয়ায় দলের হাল ধরেন রবিন উথাপা এবং নিতিশ রানা। দুজনেই ভালো খেলছিলেন, মনে করা হচ্ছিল দুজনেই আজ ম্যাচ জিতিয়ে আসবনে। কিন্তু ৩৫ বলে ৬টি চার এবং ৩টি ছক্কার সাহায্যে ৫৪ রান করার পর রবিন উথাপা আউট হন এরপর নিতিশ রানাও(৩১) আউট হয়ে যান। আন্দ্রে রাসেল(৯)এবং সুনিল নারাইন (৫) শেষের দিকে সুবিধা করতে পারেননি সেই দুই পান্ডিয়া ভাইয়ের সৌজন্যে। দিনের কার্তিক ৩১ রানে অপরাজিত থেকে যান এবং দলকে জেতাতে ব্যর্থ হন। পান্ডিয়া ৪ ওভারে ১৯ রান নিয়ে ২ উইকেট নিয়েছেন। ব্যাট ও বলে উভয়ক্ষেত্রেই অলরাউন্ড পারফরমেন্সের জন্য ম্যাচের সেরা নির্বাচিত হন হার্দিক পান্ডিয়া।
অন্যদিকে ইন্ডরের হোলকার স্টেডিয়ামে রাত ৮টার ম্যাচে মুখোমুখি হয়েছে রাজস্থান রয়্যালস এবং কিংস ইলেভেন পাঞ্জাব। টসে জিতে পাঞ্জাব ব্যাট করতে পাঠায় রাজস্থানকে। শেষ খবর পাওয়া পর্যন্ত রাজস্থান ৯.২ ওভারে ২ উইকেটে ৭৮ রান করেছে।
ফাইল ছবি
Be the first to comment