সৌমিত্র চট্টোপাধ্যায় এবং মীরের ‘মাইকেল’ মুক্তি পেয়েছে

Spread the love

সত্রাজিৎ সেনের পরিচালনায় নতুন বাংলা ছবি ‘মাইকেল’ শুক্রবার মুক্তি পেয়েছে। ছবিতে মাইকেল হলেন একজন সিনেমা নির্দেশক। যে চরিত্রে অভিনয় করছেন মীর। আর ময়ূরবাহন চট্টোপাধ্যায় হলেন কিংবদন্তি অভিনেতা সৌমিত্র চট্টোপাধ্যায়। এই ছবিতেও অভিনেতার চরিত্রেই অভিনয় করেছেন তিনি। শুক্রবার ‘মাইকেল’ মুক্তি পাওয়ার কিছুক্ষণ আগেই মীর ও সৌমিত্রের কথোপকথনের এই মজাদার ভিডিও পোস্ট করেছেন সত্রাজিৎ সেন। যেখানে সিনেমায় সৌমিত্র ও মীরের চরিত্রের আভাস পাওয়া যাবে।
যেটা হলো –
শ্যুটিংয়ে লাইট নিয়ে সমস্যা, অতিরিক্ত ২ ঘণ্টা সময় দেওয়ার জন্য অভিনেতা ময়ূরবাহন চট্টোপাধ্যায়কে অনুরোধ করছেন পরিচালক মাইকেল। কিন্তু অভিনেতা ময়ূরবাহন কিছুতেই রাজি হচ্ছেন না। কোনও ভাবেই ৪ ঘণ্টার বেশি কাজ করবেন না তিনি। তাঁর মুখে শুধু একটাই কথা ‘পারব না, আমি পারব না।’
একে একে ছবির পরিচালক সত্রাজিৎ সেন, সহ প্রযোজনা সংস্থার তরফে আয়ুষী গুহ, তাপস চক্রবর্তী এসেও অভিনেতাকে বোঝানোর চেষ্ট করলেন। কিন্তু কোনও কিছুতেই কোনও কাজ হল না। অগত্যা, হতাশ পরিচালক ‘মাইকেল’। হার মানলেন। তবে শেষমেশ ফিল্মের জন্য পরিচালকের লেখা একটা র‍্যাপ গানে শুধু ওই ‘পারব না’ শব্দটা বলতে রাজি হলেন অভিনেতা।
তবে বিশেষ সূত্রের খবর, এই কথোপকথন আসলে সৌমিত্র চট্টোপাধ্যায়ের চরিত্রের ব্যক্তিগত দিকটাই ফুটে উঠেছে। সৌমিত্রবাবু এখন কোনও ভাবেই ৪ ঘণ্টার বেশি কাজ করেন না। সবই ডাক্তারের নিষেধাজ্ঞার কারণে। শারীরিক অবস্থার কারণেই চিকিৎসকরা সৌমিত্র চট্টোপাধ্যায়কে ৪ ঘণ্টার বেশি কাজ করতে বারণ করেছেন। বর্তমানে তাঁর বয়স ৮৩ বছর। সত্যি বলতে গেলে এই বয়সেও তিনি অসামান্য দক্ষতায় অভিনয় চালিয়ে যাচ্ছেন।
অভিনেতা সৌমিত্র ও তাঁর এই ‘৪ ঘণ্টার’ বিষয়টিই মজাদার ভাবে একটি ভিডিও বানিয়ে প্রকাশ করেছেন পরিচালক। ‘মাইকেল’ ছবিতেও কিংবদন্তি এই অভিনেতাকে এধরণের একটি চরিত্রেই দেখা যাবে। আর সেটিই এমন অভিনব কায়দায় তুলে ধরেছেন মীর। যার প্রশংসা করেছেন খোদ সৌমিত্রবাবুও। ইতিমধ্যেই শুক্রবার মুক্তি পেয়েছে সিনেমাটি। দর্শকদের কাছে ছবিটি প্রশংসিতও হয়েছে। এই ছবিতে সৌমিত্র চট্টোপাধ্যায়, মীর ছাড়াও অভিনয় করেছেন স্বস্তিকা, অনুরিমা, তনুশ্রী ও কাঞ্চন মল্লিক

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*