ভেঙে পড়লো ভারতীয় বায়ুসেনার মিগ বিমান। রবিবার সকালে গোয়ার কাছে ভেঙে পড়েছে বিমানটি। ভারতীয় নৌসেনার তরফ থেকে এই খবর জানানো হয়েছে।
জানা গিয়েছে, রুটিন ট্রেনিং চলছিল গোয়ায়। সেইসময়েই এই দুর্ঘটনা ঘটে। যদিও বিমানের চালক সুস্থ আছেন বলে জানা গিয়েছে। ঘটনার পূর্ণাঙ্গ তদন্তের নির্দেশ দিয়েছে ভারতীয় সেনা। মাস কয়েক আগে গোয়ালিয়রে ভারতীয় বায়ুসেনার ফাইটার জেট মিগ-২১ ভেঙে পড়ে। যুদ্ধবিমানটির দুই চালকই সুস্থ ছিলেন। মিগ ফাইটার বিমানটি চালাচ্ছিলেন গ্রুপ ক্যাপ্টেন ও একজন স্কোয়াড্রন লিডার ৷
গত বছর ১৮ই জুলাই একই ঘটনা ঘটে হিমাচল প্রদেশের কাংরায় ৷ মিগ ২১ বিমানটি পাঠানকোটের দিক থেকে আসছিল। সেইসময় এই দুর্ঘটনা ঘটে। নিহত হন বিমানের পাইলট। উদ্ধারকাজ শুরু করে বিশেষ টিম।
Be the first to comment