বিপদগ্রস্ত মিগ-২৯কে যুদ্ধবিমান

Spread the love

বুধবার, দুপুরে গোয়ার আইএনএস হানসা নৌ-ঘাঁটিতে নিয়মমাফিক উড়ানে যাওয়ার সময় রানওয়ে থেকে পিছলে গেল নৌসেনার মিগ-২৯কে যুদ্ধবিমান। আচমকা, আগুন ধরে যায় বিমানটিতে। নৌসেনার গোয়া অঞ্চলের ফ্ল্যাগ অফিসার কমান্ডিং (FOC) রিয়ার অ্যাডমিরাল পুনীত কে বহল জানান, উড়ানের সময় বিমানে কিছু যান্ত্রিক গোলমাল দেখা দেয়। পাইলট নিরাপদ রয়েছে। দুর্ঘটনার কারণ খতিয়ে দেখা হচ্ছে। তিনি আরও বলেন, যান্ত্রিক গলযোগের ফলে, বিমানটি আকাশে উ়ড়তে পারেনি। উল্টে তা রানওয়ের শেষ প্রান্তে চলে যায়। পাইলট কোনওমতে বিমানের মুখ বাঁদিকে ঘুরিয়ে দেন। শেষপর্যন্ত রানওয়ের শেষপ্রান্ত থেকে মাত্র ১৫০ মিটার দূরে থেমে যায় বিমানটি। বিমানে আগুন ধরে যায়। তবে পরিস্থিতি নিয়ন্ত্রণে। গত বছরই রুশ-নির্মিত মিগ-২৯ যুদ্ধবিমানকে নৌসেনায় অন্তর্ভুক্ত করা হয়। তারপর প্রথম এই মডেলের যুদ্ধবিমান কোনও দুর্ঘটনার কবলে পড়ল। এদিকে, রানওয়েটি যে বিমানবন্দরে অবস্থিত, তা গোয়ার অসামরিক ডাবোলিম বিমামবন্দরের অংশও বটে। দুর্ঘটনার ১০ মিনিট পর একটি অসামরিক বিমানের অবতরণের কথা ছিল সেই বিমানবন্দরে। ফলে, কিছুক্ষণের জন্য বিমান চলাচল ব্যহত হয়। পরে, তা ফের স্বাভাবিক হয়।

ফাইল ছবি

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*