দোষ প্রমাণ হলে ৬ মাসের জেলও হতে পারে মিকা সিংয়ের

Spread the love
সৌদি আরবের কড়া আইনি প্রক্রিয়ায় জেরবার মিকা সিং। দুবাইয়ে অনুষ্ঠান চলাকালীন নাবালিকাকে যৌন হেনস্থার অভিযোগ তাঁর বিরুদ্ধে। যা সৌদি আরবের আইনে দণ্ডনীয় অপরাধ। তাই ‘সেলিব্রিটি’ কোটাতেও রেহাই মিলল না। দুবাই আদালতে ট্রায়ালের মুখেই মিকা সিং। দোষ প্রমাণ হলে ৬ মাসের জেলও হতে পারে গায়কের।
আরবে মহিলা নিরাপত্তা আইন বেশ কড়া। যেখানে মহিলার অসম্মতিতে তাঁর ছবি তোলাও অপরাধের তালিকায় পড়ে। সেখানে মিকা সিংয়ের বিরুদ্ধে গুরুতর অভিযোগ এনেছেন এক ব্রাজিলীয় তরুণী। ১৭ বছরের ওই তরুণীর অভিযোগ, বলিউডে মডেলিংয়ের সুযোগ করে দেওয়ার নামে তাঁর মোবাইলে আপত্তিকর ছবি পাঠান মিকা সিং। দুবাইয়ে নিজের মিউজিক শো-তেই এসেছিলেন মিকা। একটি পার্টিতে আলাপ হয় তরুণীর সঙ্গে। মেয়েটি পেশায় মডেল জেনেই তাঁকে বলিউডে সুযোগ করে দেওয়ার ‘টোপ’ দেন মিকা বলে অভিযোগ। বৃহস্পতিবার সন্ধ্যায় নিজের অনুষ্ঠান চালাকালীনই তরুণীকে যৌন হেনস্থা করেন  মিকা। আপত্তি জেনেও তাঁকে জড়িয়ে ধরেন।
সেই রাতেই আবু ধাবি পুলিশ স্টেশনে মিকার বিরুদ্ধে অভিযোগ দায়ের করা হয়। গ্রেফতার হন মিকা। এরপরই ধৃত গায়ককে ছাড়াতে সমস্ত চেষ্টা চলে। অবশেষে, শুক্রবার ভারতীয় দূতাবাসের হস্তক্ষেপে জেল থেকে ছাড়া পান মিকা। তবে তাঁর বিরুদ্ধে মামলা আদালতে ওঠে। মামলার হাত থেকে মিকাকে বা্ঁচাতে পারেননি সৌদি আরবের ভারতীয় রাষ্ট্রদূত নভদীপ সিং সুরি। শুক্রবারই দুবাইয়ের আদালতে মিকার বিরুদ্ধে মামলা ওঠে। জানা যাচ্ছে, আপাতত জেল থেকে ছাড়া পেলেও রবিবার আদালতে পেশ হবেন মিকা সিং। চলবে তাঁর বিরুদ্ধে আইনি প্রক্রিয়া।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*