বারুইপুর-কামালগাজি বাইপাসের অবস্থা ভয়াবহ, ফিরহাদ হাকিমকে চিঠি দিলেন মিমি চক্রবর্তী

Spread the love

বেহাল ও বিপজ্জনক রাস্তা নিয়ে সরব হলেন যাদবপুরের তৃণমূল সাংসদ মিমি চক্রবর্তী। পুরমন্ত্রী ফিরহাদ হাকিমকে চিঠি দিয়ে মিমি-র দাবি, অবিলম্বে বারুইপুর-কামালগাজি বাইপাস মেরামত করে দিন। ভয়ঙ্কর অবস্থা রাস্তার। রোজ দুর্ঘটনা ঘটছে।

প্রসঙ্গত, গড়িয়া থেকে বারুইপুর পর্যন্ত নেতাজি সুভাষ রোড আর চওড়া করার সুযোগ নেই। ফলে নাভিঃশ্বাস উঠছিল ওই রাস্তায়। সেই কারণেই কামালগাজি থেকে বারুইপুর পর্যন্ত বাইপাস গড়ে তোলা হয়েছিল বাম জমানায়। সেখানে জমি অধিগ্রহণের জন্য অনেক কাঠখড়ও পোড়াতে হয়েছিল সরকারকে। এ ব্যাপারে বিশেষ ভূমিকা ছিল তৎকালীন সিপিএম সাংসদ সুজন চক্রবর্তীরও।

বাইপাস নির্মিত হয়ে যাওয়ার পর বারুইপুর, সোনারপুর, সুভাষগ্রাম, মল্লিকপুর, রাজপুর এলাকার মানুষের সুবিধা যে হয়েছিল তা নিয়ে সন্দেহের অবকাশ নেই। কারণ, কলকাতা থেকে সড়কপথে বারুইপুর পৌঁছনোর সময় এক ধাক্কায় অনেকটাই কমে গিয়েছিল। কিন্তু এখন পরিস্থিতি একেবারেই বিপরীত। কামালগাজি থেকে বারুইপুর যাওয়া ও ফেরা এই দুই রাস্তার বহুস্থানে পিচ বলে কোনও বস্তু নেই। রাস্তায় খানাখন্দ এমনই যে গাড়ির চাকা খুলে যাওয়ার অবস্থা। নিত্যদিন উল্টে পড়ছেন মোটর সাইকেল ও স্কুটার আরোহীরা। ঝুঁকি নিয়ে যাতায়াত করতে হচ্ছে স্কুলের ছেলেমেয়েদেরও।


Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*