যাদবপুরের লোকসভা কেন্দ্রের মানুষদের জন্য সংসদে কী চাইলেন মিমি? শুনুন!

Spread the love

সোমবারই সাংসদ হিসেবে সংসদ ভবনে শপথ নিয়েছেন যাদবপুরের সাংসদ মিমি চক্রবর্তী ৷ আর শপথ নেওয়ার পরদিনই সাংসদ হিসেবে প্রথম ভাষণে নিজের লোকসভা কেন্দ্রে জন্য একগুচ্ছ দাবি তুলে ধরলেন মিমি ৷

এদিন মিমি চম্পাহাটি রেলওয়ে স্টেশনে একটি ফ্লাইওভার তৈরি করার প্রস্তাব দেন ৷ বলেন, চম্পাহাটি রেলস্টেশনে ফ্লাইওভার না থাকায় বড্ড সমস্যা হচ্ছে ৷ লেভেল ক্রসিংয়ের কারণে এলাকায় মানুষ ট্রাফিক জ্যামে পড়ে সমস্যার সম্মুখীন হচ্ছে ৷ সব থেকে বড় সমস্যা হচ্ছে ওই ট্রাফিক জ্যামে ফেসে যাওয়া রোগীদের ৷ তাঁদের চিকিৎসায় দেরি হচ্ছে ৷ এরই সঙ্গে পড়ুয়াদেরও স্কুলে যেতে অসুবিধের মধ্যে পড়তে হচ্ছে ৷

পাশাপাশি এদিন যাদবপুর লোকসভা কেন্দ্রের মানুষের আরও কিছু সমস্যার কথা তুলে ধরেন মিমি ৷ বলেন, এইরকম সমস্যা সোনারপুর এবং বিদ্যাধরপুরেও ৷ বিদ্যাধরপুরে রেলওয়ে লেভেল ক্রসিং না থাকায় মাঝেমধ্যেই দুর্ঘটনা ঘটছে ৷ এই জন্য সরকারকে বলব যাতে অবিলম্বে ব্যবস্থা নেওয়া হয়।

এদিন কী বললেন মিমি?

শুনুন!



Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*