লোকসভায় তিন তালাক বিল চলাকালীনই বিজেপি সাংসদ রমা দেবীর উদ্দেশে সমাজবাদী পার্টির সাংসদ আজম খানের বিতর্কিত মন্তব্যের জেরে উত্তাল জাতীয় রাজনীতি। জানা গিয়েছে, বক্তব্য চলাকালীনই রমা দেবীকে আজম খান বলেন আপনার চোখে চোখ রেখে কথা বলতে ইচ্ছে হয়। এই মন্তব্যের প্রতিবাদে লোকসভায় সরব হলেন যাদবপুরের তৃণমূল সাংসদ মিমি চক্রবর্তী। আজম খানের এই মন্তব্যের পর থেকেই বিজেপি ও অন্য বিরোধী দলগুলির এর তীব্র প্রতিবাদ জানিয়েছে।
শুক্রবার সংসদে মিমি বলেন আমি এখানে প্রতিদিনই নতুন কিছু শিখছি কিন্তু যে ভাষায় বৃহস্পতিবার উনি কথা বলেছেন তা কোনও সাংসদ বলতে পারেন না। একজন সাংসদ কিছুতেই আমার চোখে চোখ রেখে কথা বলুন এই মন্তব্য করতে পারেন না। মিমি আরও বলেন, মহিলাদের সম্মান করাটা প্রত্যেকেরই কর্তব্য। গতকাল যা হয়েছে তার বিরুদ্ধে রাজনৈতিক বিভেদ ভুলে লড়াই করা উচিত।
পাশাপাশি স্পিকার ওম বিড়লার উদ্দেশে মিমি বলেন সংসদে উপস্থিত প্রত্যেকটি মহিলা আপনার থেকে ইতিবাচক পদক্ষেপ আশা করছি।
ইতিমধ্যেই নির্মলা সীতারমণ, রবিশঙ্কর প্রসাদ, স্মৃতি ইরানি থেকে শুরু করে নুসরত জাহান, কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের মত বিরোধী সাংসদরাও আজম খানের ক্ষমা চাওয়ার দাবি জানিয়েছেন। যদিও সেই দাবি মানতে নারাজ আজম খান। তাঁর পাল্টা দাবি তিনি অসংসদীয় কোনও কথা বলেননি, তা যদি হয়ে থাকত তাহলে ইস্তফা দিতেও রাজি তিনি।
শুনুন মিমির বক্তব্য-
Be the first to comment