বিশেষ প্রতিনিধি,
বেলুচিস্তান প্রদেশের রাজধানী কোয়েটা জেলার ৪৫ কিলোমিটার পূর্বে মারওয়ার এলাকায় শনিবার এক মর্মান্তিক খনি ধসের ঘটনা ঘটে। কোয়েটা জেলার সঙ্গে যোগ রয়েছে ইরান ও আফগানিস্তানের সীমান্তের৷
কোয়েটার প্রশাসনিক আধিকারিক জাওয়াইদ শাহওয়ানি সংবাদ সংস্থা এএফপিকে জানান, খনিতে জমে যাওয়া মিথেন গ্যাসের কারণে এক বিস্ফোরণ হয় এবং ছাদ ধসে পড়ে বাইরে বের হওয়ার পথ বন্ধ হয়ে যায়।
খনিতে কাজ করছিলেন ২২-২৫ জন শ্রমিক৷ আচমকাই জোরালো শব্দে ধসে পড়ে কয়লাখনির একাংশ৷ চাপা পড়ে যায় খনি থেকে বেরোনোর পথ৷ ভেতরে আটকে পড়ে শ্রমিকরা৷
তদন্তে এমনই অনুমান করছেন পাকিস্তানের কোয়েটায় খনি ধসে তদন্তকারী আধিকারিকরা৷ ইতিমধ্যেই গ্যাস বিস্ফোরণে কয়লাখনি ধসে ১৬ শ্রমিক মারা গিয়েছেন৷ আহত হয়েছেন ন’জন।
শাহওয়ানি বলেন, বিস্ফোরণের সময় খনিতে প্রায় ২৫ জন শ্রমিক কাজ করছিলেন। আহত শ্রমিকদের কোয়েটার বোলান মেডিকেল কলেজ হাসপাতালে ভরতি করা হয়েছে৷ তাঁদের মধ্যে দুজনের অবস্থা আশঙ্কাজনক।
এদিকে কোয়েটা থেকে প্রায় ৬০ কিলোমিটার পূর্বে সুর-রেঞ্জ এলাকায় আরেকটি কয়লাখনির মাটি ধসে দুই শ্রমিক মারা গিয়েছেন। খনিটি পাকিস্তান মিনারেল ডেভেলপমেন্ট করপোরেশনের অধীনস্ত৷ দুর্ঘটনার সময় সাতজন কাজ করছিলেন ওই খনিতে কাজ করছিলেন।
২০১১ সালেও বেলুচিস্তানে গ্যাস বিস্ফোরণে কয়লাখনি ধসে অন্তত ৪৩ জনের মৃত্যু হয়েছিল।
Be the first to comment