মাত্র দু’মিনিটের টর্নেডো। আর তাতেই লন্ডভন্ড হয়ে গেল একটা গোটা গ্রাম। কারও বাড়ির চাল উড়ে গিয়েছে, তো কারও ঘর ভেঙে পড়েছে। কোথাও উপড়ে গিয়েছে বিদ্যুতের খুঁটি। গাছগুলিকে যেন দুমড়েমুচড়ে দিয়েছে কোনও বিশাল শক্তির অধিকারী কেউ! মঙ্গলবার এমনই দৃশ্যের সাক্ষী থাকল উত্তর ২৪ পরগনার বসিরহাট মহকুমার মিনাখাঁর সালিপুল গ্রাম পঞ্চায়েতের তালবেড়িয়া গ্রাম।
‘মিনি টর্নেডো’ সাম্প্রতিক কালে নতুন কিছু নয়। ঘূর্ণিঝড় ইয়াসের আগেই উত্তর ২৪ পরগনার হালিশহর, হুগলির ব্যান্ডেলে কয়েক মিনিটের ঝড়ে সব লন্ডভন্ড হয়ে গিয়েছিল। গঙ্গার জল পাক খেয়ে উঠতেও দেখা গিয়েছে টর্নেডোর কারণে। গত জুলাইয়েও ডায়মন্ড হারবার, সাগরদ্বীপে এমনই মিনি টর্নেডো দেখা গিয়েছিল। মঙ্গলবার হঠাৎ এমন ঘূর্ণিঝড়ে গ্রামবাসীরা হকচকিয়ে যান। কিছু বুঝে ওঠার আগেই সব তছনছ করে দিয়ে গিয়েছে ওই ঝড়।
Be the first to comment