বিপদ থেকে রক্ষা পেলেন মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফড়ণবিশ ও কেন্দ্রীয় মন্ত্রী নীতিন গডকরি। জানা গিয়েছে, বৃহষ্পতিবার মহারাষ্ট্রের মীরা রোড এলাকার একটি স্কুলে বিজেপির রাজনৈতিক সভায় যোগ দিতে গিয়েছিলেন দেবেন্দ্র ফড়ণবিশ ও কেন্দ্রীয় মন্ত্রী নীতিন গডকরি। এদিন সভাস্থলে তাঁদের হেলিকপ্টারটি ল্যান্ড করার কয়েক সেকেন্ড আগেই পাইলট দেখতে পান অস্থায়ী হেলিপ্যাডে একটি মোটা তার পড়ে রয়েছে। মুহূর্তের মধ্যে হেলিকপ্টারটি সেখান থেকে উড়িয়ে অন্যত্র সরিয়ে নিয়ে যান পাইলট। বড়সড় বিপদের হাত থেকে বেঁচে যান কেন্দ্রের দুই মন্ত্রী।
দুই হেভিওয়েট মন্ত্রী আসা সত্বেও অস্থায়ী হেলিপ্যাডে কেন বাড়তি নজরদারি ছিল না তা নিয়ে উঠতে শুরু করেছে প্রশ্ন। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।
Be the first to comment