
রোজদিন ডেস্ক, কলকাতা:- পহেলগাঁওয়ের ঘটনার পর ফুঁসছে ভারত। ভয়াবহ সেই ঘটনা নাড়িয়ে দিয়েছে গোটা দেশকে। পাকিস্তানকে কড়া জবাব দিতে ইতিমধ্যে একাধিক পদক্ষেপ করেছে ভারত সরকার। সন্ত্রাসী হামলার প্রতিবাদে নিন্দার ঝড় উঠেছে আন্তর্জাতিক ক্ষেত্রেও। এবার পহেলগাঁওয়ের বর্বরোচিত, ঘৃণ্য আক্রমণের সবটা আন্তর্জাতিক দুনিয়ার কাছে আরও সুস্পষ্টভাবে তুলে ধরতে চাইছে নয়াদিল্লি। তাই বৃহস্পতিবার বিকালে একাধিক দেশের রাষ্ট্রদূতদের ডেকে বৈঠক করলেন বিদেশমন্ত্রক।
জঙ্গিরা কীভাবে হামলার ছক কষেছিল, কীভাবে নেপথ্যে থেকে কলকাঠি নেড়েছে পাকিস্তান, সবটাই রাষ্ট্রদূতদের কাছে তুলে ধরতে চাইছে ভারত। সূত্রের খবর, এদিন ভারতের আমন্ত্রণে চিন, কানাডা, জার্মানি, জাপান, পোল্যান্ড, যুক্তরাজ্য এবং রাশিয়া সহ বেশ কয়েকটি জি-২০ দেশের রাষ্ট্রদূতরা নয়াদিল্লির বিদেশমন্ত্রকের কার্যালয়ে এসেছিলেন। প্রায় ৩০ মিনিট ধরে চলা বৈঠকে রাষ্ট্রদূতদের পহেলগাঁও সন্ত্রাসী হামলা সম্পর্কে অবহিত করা হয়। বিদেশমন্ত্রকের আধিকারিকরা তাঁদের কাছে গোটা ঘটনার ‘ব্রিফ’ করেন।
মঙ্গলবার অনন্তনাগ জেলার পহেলগাঁওয়ে বৈসরন উপত্যকায় পর্যটকদের লক্ষ্য করে এলোপাতাড়ি গুলি করে জঙ্গিরা। তাতে প্রাণ হারান অন্তত ২৮ জন পর্যটক। সশস্ত্র জঙ্গিরা পর্যটকদের ধর্মীয় পরিচয় জেনে বেছে বেছে হত্যালীলা চালিয়েছে বলে সংবাদমাধ্যম সূত্রের খবর। ইতিমধ্যেই হামলার দায় স্বীকার করেছে লস্কর-ই-তৈবার ঘনিষ্ঠ সংগঠন দ্য রেজিস্ট্যান্স ফ্রন্ট। পুলওয়ামার পর এটাই বড় হামলা বলে মনে করা হচ্ছে। ইতিমধ্যে হামলাকারীদের ছবি, স্কেচ প্রকাশ্যে এসেছে। ঘটনার পর নিরাপত্তা ব্যবস্থা আরও জোরদার করা হয়েছে জম্মু-কাশ্মীরে।
Be the first to comment