নাবালিকার বিয়ে রুখল ছাত্র- যুবরা

Spread the love

উলুবেড়িয়াঃ ছাত্রযুব মিলে উদ্যোগ নিয়ে বিয়ে আটকালো এক নাবালিকা মেয়ের। ঘটনাটি ঘটেছে উলুবেড়িয়া পৌরসভার অন্তর্গত কোটালঘাটা গ্রামে (১৮ নং ওয়ার্ডে)।  জানা যায় কোটালঘাটা গ্রামের সেখ নজরুল  নামে একটি ছেলের সাথে উত্তরাবাদ- ধোলা, দক্ষিণ ২৪ পরগনার বাসিন্দা পাঁচ মাসের প্রেম। মেয়ের বয়স ১৬ বছর এবং ছেলেটির ২০। ফোনে ফোনে আলাপ হয়েই প্রেম হয় বলে জানা যায়।

কিছু মানুষজন ওদের বিয়ে দিয়ে ব্যাপারটার নিষ্পত্তি ঘটাতে চাইলেও বেশ কিছুজন মেয়েটির বয়স নিয়ে বিয়েতে অসম্মতি জানাতে থাকে। এলাকার সমাজসেবী তাজউদ্দিন খাঁন, কলকাতা বিশ্ববিদ্যালয়ের ছাত্র মাসানুর রহমান সহ এলাকার বেশ কিছু প্রতিবেশী বয়সের আগেই এভাবে বিয়ে সমর্থন করেননি। সাথে সাথে আলোচনা জানানো হয় জেলা তৃণমূল ছাত্রপরিষদের সভাপতি হাসিবুর রহমানকে তিনি সাহায্যের জন্য যোগাযোগ করেন হাওড়া গ্রামীণ জেলা যুব তৃণমূল কংগ্রেসের সভাপতি সুকান্ত পালের কাছে।

বিষয়টি জানার সাথে সাথে অতি তৎপর হয়ে সুকান্ত পাল গোটা বিষয়টি জানান জেলা পুলিশ সুপার গৌরব শর্মাকে। এস.পি গৌরব শর্মার নির্দেশে পুলিশবাহিনী হাজির হয় গ্রামে। দীর্ঘক্ষণ ধরে বোঝানো হয় ছেলে ও মেয়ের উভয় পরিবারকে। এবং তারপর মেয়েকে তুলে দেওয়া হয় তার পরিবারের হাতে।

এ বিষয়ে জেলা যুব তৃণমূল কংগ্রেস সভাপতি সুকান্ত পাল জানান, “বয়সের আগে বিবাহ আইনত অপরাধ। ঘটনাটি শোনার পরেই আমি হাসিবুর ও মাসানুরকে সাথে নিয়ে গোটা বিষয় জানাই এস.পি কে। এবং প্রশাসনের অতি তৎপরতায় বিষয়টির সুষ্ট সমাধান হয়।”

তাজউদ্দিন খাঁন এবিষয়ে বলেন, “এটি অপরাধমূলক কাজ তাই সম্মতি জানাইনি বিয়েতে। বিয়ের বয়স হলে তারা অবশ্যই বিয়ে করবে। আমরা চাই একটি সুস্থ সমাজ গড়ে উঠুক।”

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*