
রোজদিন ডেস্ক, কলকাতা:- ফের নিজের গড়েই বিজেপি নেতা অর্জুন সিংকে নিশানা দুষ্কৃতীদের। বুধবার গভীর রাতে তাঁকে লক্ষ্য করে তৃণমূল কাউন্সিলর ঘনিষ্ঠ এক যুবক গুলি চালায় বলে অভিযোগ। পালটা ধাওয়া করেন অর্জুন সিং ও তাঁর শাগরেদরা। ঘটনাকে কেন্দ্র করে রীতিমতো উত্তপ্ত জগদ্দল। শোনা যাচ্ছে, গুলিবিদ্ধ হয়েছেন একজন। যদিও তৃণমূল নেতাদের দাবি, নিজে হাতে গুলি চালিয়েছেন অর্জুন।
সূত্রের খবর, বৃহস্পতিবার মেঘনা মিলের শ্রমিকদের মধ্যে অশান্তি হচ্ছিল। খবর পেয়ে সেখানে যান ১৮ নম্বর ওয়ার্ডের কাউন্সিলরের ছেলে, নমিত সিং। এরপরই বচসা বড় আকার নেয়। গুলি চলে বলে অভিযোগ। অর্জুন সিংয়ের দাবি, বুধবার রাতে মজদুর ভবনেই ছিলেন তিনি। আচমকা ২ রাউন্ড গুলির শব্দ পান তিনি। সঙ্গে সঙ্গে বেরিয়ে কয়েকজনকে সঙ্গে নিয়ে মেঘনা মোড়ের কাছে যান তিনি। অর্জুন সিংয়ের অভিযোগ, দুষ্কৃতীরা তাঁদের লক্ষ্য করে গুলি চালায়। এরপরই পালটা ধাওয়া করেন তাঁরা। তাতেই চম্পট দিতে গিয়ে জখম হন এক যুবক। গুলি চালানোর পাশাপাশি বোমাবাজিও হয় বলে জানা যাচ্ছে। ঘটনাকে কেন্দ্র করে উত্তাল হয়ে ওঠে এলাকায়। ঘটনাস্থলে যায় পুলিশ। আহত যুবককে উদ্ধার করে নিয়ে যাওয়া হয় হাসপাতালে।
এদিকে অর্জুন সিং তাঁকে লক্ষ্য করে গুলি চালানোর অভিযোগ করলেও ঠিক উলটো দাবি তৃণমূলের। শাসকদলের দাবি, পড়ে গিয়ে চোট নয়, গুলিবিদ্ধ হয়েছেন নমিত সিং ঘনিষ্ঠ সাদ্দাম নামে ওই যুবক। খোদ অর্জুন সিং তাঁকে লক্ষ্য করে গুলি চালিয়েছে বলে অভিযোগ। একই দাবি করেছেন বিধায়ক সোমনাথ শ্যাম।
Be the first to comment