
রোজদিন ডেক্স: উত্তরবঙ্গে চা বাগান নিয়ে বিভ্রান্তি ছড়ানো হচ্ছে। মঙ্গলবার নবান্ন থেকে এই অভিযোগ করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এদিন তিনি জানান, কিছু ভুতুড়ে দল ও চা বাগানের সঙ্গে জড়িত কেউ কেউ এই মিথ্যে প্রচার করছে। মমতা জানান, চা বাগানের জমি আইনে কোনও বদল ঘটানো হচ্ছে না। চা বাগানের জমি ফ্রি হোল্ড দেওয়ারও নিয়ম নেই। কোনও চা বাগানে যদি উদ্বৃত্ত জমি থাকে তবে বেশ কিছু শর্ত মানার পরই সেই জমিতেই বানিজ্যিক কাজকর্ম করার অনুমতি দেওয়া হবে বলে জানান মুখ্যমন্ত্রী। তবে একসঙ্গে ৩০ শতাংশ জমি কাউকে দেওয়া হচ্ছে না বলেও জানান তিনি।
ইতিমধ্যেই চা বাগানের ১৫ শতাংশ অব্যাবহৃত জমিতে টি-ট্যুরিজম প্রকল্প গড়ে তোলার অনুমতি দেওয়া হয়েছে। যদি কেউ সেই কাজ ঠিক মত করে থাকেন, তার সঙ্গে তার চা বাগানও ভাল ভাবে চলে, প্রভিডেন্ড ফান্ড-গ্র্যাচুইটি নিয়ে কোনও সমস্যা না থাকে তাহলে সেই বাগানের বাড়তি ফাঁকা জমি ব্যবহারের আবেদন সরকারের কাছে জমা পড়লে মুখ্যসচিবের নেতৃত্বাধীন কমিটি তা খতিয়ে দেখে কেস টু কেস ৩০ শতাংশ জমিকে বাণিজ্যিক কাজে ব্যবহারের অনুমতি দিতে পারেন। তবে এক্ষেত্রে যে প্রকল্প হোক না কেন তাতে ৮০ শতাংশ স্থানীয় মানুষের কর্মসংস্থান করতে হবে বলে মুখ্যমন্ত্রী জানিয়েছেন।
Be the first to comment