প্রায় ১৭ বছর পর মিস ওয়ার্ল্ডের মুকুট আবার ফিরে এসেছে ভারতে। ২০১৬-এর মিস ওয়ার্ল্ড স্টেফানি ডেল ভ্যাল এর হাতে বিজয়ের মুকুট পরে নিলেন ভারতের হারিয়ানার মেয়ে মানুষী। ২০১৭ সালের এই মিস ওয়ার্ল্ড প্রতিযোগিতার গ্র্যান্ড ফাইনাল অনুষ্ঠানটি আয়োজিত হয়েছে চায়নায় সানয়া সিটিতে। প্রতিযোগিতায় সারা বিশ্ব থেকে মোট ১১৮ জন প্রতিযোগী অংশ নিয়েছিলেন। তারমধ্যেই সবাইকে টেক্কা দিয়ে মুকুট জয় করে নিলেন ২০ বছর বয়সী এই তরুণী। ভারতের ভগত ফুল সিং সরকারি মেডিক্যাল কলেজের ছাত্রী মানুষী।
প্রতিযোগিতায় বিজয়ী হওয়ার পর বেশ আবেগ জড়ানো কণ্ঠে মিস ওয়ার্ল্ড ২০১৭এর মানুষী বলেন ‘ আমার জীবনের সাফল্যতার পেছনে যার অবদান রয়েছে তিনি হলেন আমার মা। যে কিনা তার অফুরন্ত ভালোবাসা, তার সন্তানদের কেবল দিয়েই গিয়েছেন। আমার মতে পৃথিবীর শ্রেষ্ঠ পেশা মাতৃত্ব। আর এই পেশার মানুষকে অগণিত টাকা দিয়েও তার বেতন নির্ধারণ করা সম্ভব নয়।’ মানুষীর এই অসাধারণ উত্তর শুনে শুধু বিচারকরাই মুগ্ধ হননি মুগ্ধ হতে হয়েছে বাকী প্রতিযোগীদেরও।
এর আগে ২০০০ সালে মিস ওয়ার্ল্ড হয়েছিলেন ভারতের প্রিয়াঙ্কা চোপড়া।
সারা দেশ থেকে আসছে শুভেচ্ছার বন্যা। ভারতের প্রাক্তন খেলোয়াড় বীরেন্দ্র সেওয়াগ ট্যুইটে মানুষীকে অভিনন্দন জানিয়েছেন।
Be the first to comment