সন্ধ্যার আকাশে অদ্ভুত আলো

Spread the love

কলকাতা সহ একাধিক জেলায় সন্ধ্যার আকাশে দেখা গেল এক অদ্ভুত আলো। যাকে ঘিরে রহস্য দানা বাধল রাজ্যের বেশিরভাগ জায়গায়। প্রায় মিনিট খানেক ধরে স্থায়ী থাকা সার্চ লাইটের মতো এই আলো দেখা যায় কোনও একটি নির্দিষ্ট গতিপথে ছুটে যাচ্ছে। এই ঘটনায় যখন জল্পনা আকাশ ছুঁয়েছে ঠিক সেই সময়ে জানা গেল ওড়িশার আব্দুল কালাম দ্বীপ থেকে সফলভাবে অগ্নি৫ মিসাইল উৎক্ষেপণ করেছে সেনা।

জানা গিয়েছে, বৃহস্পতিবার সন্ধ্যা ৫টা বেজে ৫০ মিনিট থেকে ৬টার মধ্যে আকাশের পূর্ব দিকে দেখা গিয়েছে ওই আলো। কলকাতার পাশাপাশি এই আলো দেখা যায় বাঁকুড়া, দুই মেদিনীপুর, দুই ২৪ পরগনা, হাওড়া, হুগলি-সহ উত্তরবঙ্গের বিভিন্ন জায়গা থেকে। নির্দিষ্ট গতিপথ ধরে ছুটতে থাকা সার্চলাইটের মতো এই আলো দেখে স্বাভাবিকভাবেই চাঞ্চল্য ছড়ায়। ঠিক সেই সময় জানা যায়, ওড়িশা থেকে অগ্নি৫ মিসাইলের সফল উৎক্ষেপণ করেছে ডিআরডিও। যার জেরে অনেক আগে থেকে এই অঞ্চলকে নো ফ্লাই জোন হিসেবে ঘোষণা করা হয়। অরুনাচল প্রদেশের তাওয়াংয়ে ভারত ও চিনের মধ্যে সেনা উত্তেজনার মাঝে ভারতের এই মিসাইল পরীক্ষা বেশ তাৎপর্যপূর্ণ বলে মনে করছে রাজনৈতিক মহল।

অগ্নি৫ মিসাইলের বিশেষত্ব সম্পর্কে সেনাসূত্রে জানা গিয়েছে, ৫,৪০০ কিলোমিটার দূরে নির্ভুল লক্ষ্যে আঘাত হানতে পারে এই পারমাণবিক অস্ত্র বহনকারী এই ক্ষেপণাস্ত্র। মাটি, আকাশের পাশাপাশি সাবমেরিন থেকেও এই ক্ষেপণাস্ত্র ব্যবহার করা যাবে। বৃহস্পতিবার যে ক্ষেপণাস্ত্রের সফল পরীক্ষা হল তা অগ্নি সিরিজের পঞ্চম ক্ষেপণাস্ত্র।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*