মাদার টেরিজার মিশনারিজ অফ চ্যারিটির আরও বিস্ফোরক তথ্য সামনে আসছে

Spread the love

রাঁচিতে শিশুবিক্রির অভিযোগের পর মাদার টেরিজার মিশনারিজ অফ চ্যারিটির আরও বিস্ফোরক তথ্য সামনে আসছে। রাঁচিতে তাদের আশ্রমে যে ২৮০টি শিশুর জন্ম হয়েছে তার রের্কড দিতে পারেনি তারা। পুলিশ জানাচ্ছে, ২০১৫ থেকে ২০১৮ সালের মধ্যে এখানে ৪৫০ জনের মতো গর্ভবতীকে ভর্তি করা হয়েছিল। মাত্র ১৭০টি শিশুর জন্মের রেকর্ড পাওয়া গিয়েছে। ২৮০ জনের মেলেনি। মিশনারিজের রেকর্ডেই এই অসঙ্গতি দেখা যাচ্ছে বলে জানিয়েছে পুলিশ। গত মেমাসে এক দম্পতির কাচে ১ লাখ ২০ হাজার টাকায় একটি শিশুকে বিক্রি দেওয়ার অভিযোগ পেয়ে তদন্তে নামে পুলিশ। গ্রেপ্তার কতরা হয় এক সন্ন্যাসিনীকে। আটক আরও দুজন। তাওই দম্পতি শিশু কল্যাণ সমিতির কাছে অভিযোগ জানায়। মানসিক ভারসাম্যহীন এক মহিলা শুক্রবার এখানে সন্তানের জন্ম দেন। কিন্তু সদ্যোজাতকে আশ্রমেই রেখে দেওয়ার জন্যমিশনারিজ চাপ দিয়েছে বলেও অভিযোগ উঠেছে।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*