করোনার বলি প্রখ্যাত রবীন্দ্রসঙ্গীত শিল্পী মিতা হক। রবিবার সকালে ঢাকায় তাঁর প্রয়াণ হল। তিনি বাংলাদেশ স্পেশালাইজড হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৫৯ বছর।
মিতা হকের পরিবার সূত্রে খবর, শেষ শ্রদ্ধা জানানোর জন্য মরদেহ ছায়ানটে নেওয়া হবে। সেখানে শ্রদ্ধা জানানো শেষে কেরানীগঞ্জের বড় মনোহারিয়ায় বাবা-মায়ের কবরের পাশে তাঁকে সমাধিস্থ করা হবে।
জানা গিয়েছে, গত পাঁচ বছর ধরে কিডনির রোগে ভুগছিলেন মিতা হক। নিয়মিত ডায়ালিসিস চলত। চারদিন আগে করোনা ভাইরাসে আক্রান্ত হন। শনিবার তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়। রবিবার সেখানেই প্রয়াত হন প্রখ্যাত রবীন্দ্রসঙ্গীত শিল্পী।
Be the first to comment