ভারতীয় মহিলা ক্রিকেট দলের অধিনায়িকা মিতালী রাজ মঙ্গলবার বলেন, মেয়েদের ICC World Cup এর সোস্যাল মিডিয়াতে প্রচার এবং সরাসরি টিভিতে দেখানোর পরেই মেয়েদের ক্রিকেট ব্যাপক হারে পরিবর্তন হয়।
ভারতীয় মহিলা ক্রিকেট দল তার নেতৃত্বে বিশ্বকাপের ফাইনালে ওঠে। লর্ডসের ফাইনালে ইংল্যান্ডের কাছে পরাজিত হয়ে বিশ্বকাপে রানার্স আপ হয়। যদিও ভারতীয় দল এই নিয়ে দ্বিতীয়বার রানার্স আপ খেতাব পায়, যেটা হয়েছিল ২০১৫ সালে।
মিতালী বলেন, ২০১৫ সালের ম্যাচগুলো, তখন অতবেশী কভারেজও হয়নি, সেইভাবে প্রচারও পায়নি। সেই সময়কার ম্যাচের কোনো ভিডিও নেই তাদের কাছে। ২০১৫ সালের অভিজ্ঞতাই তাদের একমাত্র সাথী। এই বছরের বিশ্বকাপ ব্যাপক হারে প্রচার পায় সোস্যাল মিডিয়ায় এবং সরাসরি টেলিভিশনে দেখানো হয়। যার ফলে এখন মানুষের মধ্যে মহিলা ক্রিকেট নিয়ে আগ্রহ বেড়েছে।
মিতালী অবশ্য বলেন তাদের সেই কষ্টের শুরুর দিন গুলো। কঠিন ছিলো সেই ৯০ সালের দিনগুলো। যেই সময় অনূর্দ্ধ ১৬ বা অনূর্দ্ধ ১৯ খেলার জন্য রিজার্ভ না করা ট্রেনে যাতায়াত করতো। হোস্টেলে থাকতো। তাঁর সতীর্থ সিনিয়র ক্রিকেটার ঝুলন গোস্বামীও একই অভিমত প্রকাশ করেন।
Be the first to comment