আরএসএস-এর সদর দপ্তরে মিঠুন চক্রবর্তী

Spread the love

সারদাকাণ্ডে নাম যোগ হওয়ায় বিতর্কে জড়িয়েছিলেন। পরবর্তীতে সারদা থেকে পারিশ্রমিক হিসাবে নেওয়া পুরো টাকা ED-কে ফিরিয়ে কার্যত অন্তরালে চলে গেছিলেন তিনি। এহেন মিঠুন চক্রবর্তীকে আজ দেখা গেল RSS-এর সদর দপ্তরে। নাগপুরে তাঁর হাজিরা ঘিরে শুরু হয়েছে জোর জল্পনা।

সারদা-কাণ্ডে নাম জড়িয়ে যাওয়ার পর ২০১৬ সালের ডিসেম্বরে রাজ্যসভার সদস্য পদ থেকে পদত্যাগ করেন মিঠুন চক্রবর্তী৷ মেয়াদ শেষ হওয়ার আগেই রাজনীতি থেকে কার্যত অবসর নেওয়ার কথা ঘোষণা করেন বাংলার এই প্রখ্যাত অভিনেতা৷ শারীরিক অসুস্থতার কারণ দেখিয়ে রাজনীতি থেকে দূরে থাকার কথা জানিয়ে দেন তিনি। এরপর ছোটোপর্দায় কয়েকটি রিয়্যালিটি শোয়ে তাঁকে দেখা গেলেও বড়পর্দায় খুব একটা ঝলক দেখা যায়নি৷

এদিকে কয়েকদিন আগেই বিজেপি নেতা অনুপম হাজরা ফেসবুক পোস্ট-এ মিঠুনের সঙ্গে বিভিন্ন সময়ের ছবি পোস্ট করেন। যার ট্যাগ লাইনে লেখা রয়েছে “..শীঘ্র…”। এরপর প্রশ্ন ওঠে, তবে কি বিজেপিতে যোগ দিতে চলেছেন মিঠুন? তাই আজ মিঠুন নাগপুর যাওয়ার পর আরও জোরালো হয়েছে সেই জল্পনা।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*