একুশের ভোটে কলকাতার ভোটার হিসেবে নাম তোলার পরই শুরু হয়েছিল জল্পনা। কাশীপুর-বেলগাছিয়া কেন্দ্রে বোনের বাড়ির ঠিকানায় ভোটার তালিকায় ভোটার লিস্টে নাম তোলেন সুপারস্টার মিঠুন চক্রবর্তী। রবিবার এই খবর আসতেই রাজ্য রাজনীতির অন্দরে মহাগুরুর ভোটে দাঁড়ানো নিয়ে নতুন করে জল্পনা তৈরি হয় কিন্তু সোমবার সেসব জল্পনার ইতি। একুশের বিধানসভা ভোটে প্রার্থী হচ্ছেন না মিঠুন চক্রবর্তী।
সোমবার সকালেই ১৩টি কেন্দ্রের প্রার্থীর নাম সহ চুড়ান্ত তালিকা প্রকাশ করেছে গেরুয়া শিবির। তাতে নাম নেই মিঠুন চক্রবর্তীর। অতএব এবারের মতো মহাগুরুর ভোটে লড়ার সম্ভাবনা প্রায় নেই বললেই চলে।
৭ মার্চ মোদীর ব্রিগেডে গেরুয়া শিবিরে যোগ দেন মহাগুরু মিঠুন চক্রবর্তী। সেদিন থেকেই জল্পনা চলছে ‘MLA ফাটাকেষ্ট’-এর ভোটে লড়ার।
শুধুমাত্র প্রচারের মধ্যেই যে তাঁর নয়া রাজনৈতিক পরিচয় সীমিত থাকবে না, তেমনটাও ইঙ্গিত দিয়েছিলেন বাঙালির প্রিয় মেগাস্টার। দল তাঁকে কীভাবে কাজে লাগাবে তা নিয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে একান্তে আলোচনা হয়েছে বলেও জানান মিঠুন। ভোটে লড়ার সম্ভাবনা পুরোপুরি খারিজ করেননি মহাগুরু। তবে জানিয়েছিলেন চূড়ান্ত সিদ্ধান্ত নেবে শীর্ষ নেতৃত্ব।
ভোট ময়দানে বহুদিনের জল্পনা ছিল গেরুয়া শিবিরের মুখ্যমন্ত্রী পদপ্রার্থী হবেন মিঠুন চক্রবর্তী। কাশীপুর-বেলগাছিয়া কেন্দ্রের মণীন্দ্র রায় রোডের ঠিকানায় তাঁর ভোটার কার্ড তৈরি হতেই জল্পনায় আগুনে ঘি। সবাই মনে করছিল মিঠুন চক্রবর্তীর নাম শেষে ঘোষণা করে মাস্টারস্ট্রোক দেবে বিজেপি। কিন্তু গেরুয়া শিবিরের পরিকল্পনা যে অন্য কিছু তা প্রমাণ করে দিল এদিনের প্রার্থী তালিকা।
মনে করা হচ্ছি হয়তো সৌমেন মিত্রের স্ত্রী শিখা মিত্রকে প্রার্থী করে চৌরঙ্গীতে যেভাবে মুখ পুড়েছিল বিজেপির তাতে হয়ত প্রলেপ দিতে পারে মহাগুরুর ক্যারিশমা। কিন্তু এদিনের প্রার্থী তালিকা ঘোষণার পর দেখা গেল এই কেন্দ্রে দাঁড় করানো হয়েছে দেবব্রত মাঝিকে।
অন্য একটি সম্ভাবনা বলছিল, যে কেন্দ্রে তিনি নাম তুলেছেন সেই কাশীপুর-বেলগাছিয়া কেন্দ্রেই হয়ত প্রার্থী হবেন মিঠুন। কিন্তু এদিন দেখা গেল সেখানে গেরুয়া শিবির প্রার্থী হিসেবে দাঁড় করিয়েছে শিবাজী সিংহ রায়কে। আপাতত বাঙালির সুপারস্টারের ভোটযুদ্ধের সৈনিক হওয়ার সম্ভাবনায় এবারের মতো ইতি। যদিও অতীতেও তাঁকে সরাসরি কখনও ভোটে লড়তে দেখা যায়নি। রাজনৈতিক ময়দানে অবদান হিসেবে অতীতে CPIM-এর রমলা চক্রবর্তীর হয়ে প্রচার করতে দেখা গিয়েছে তাঁকে। তৃণমূলের হয়ে রাজ্যসভার টিকিট পেয়েছেন মহাগুরু।
মঙ্গলবার শেষ ১৩টি কেন্দ্রে প্রার্থীর নাম ঘোষণা করল BJP। গেরুয়া শিবিরের প্রার্থী তালিকায় নতুন চমক বড়মার নাতির। এবার গাইঘাটা কেন্দ্রে প্রার্থী করা হয়েছে সুব্রত ঠাকুরকে। প্রাথমিকভাবে এই কেন্দ্রের জন্য প্রথমে সাংসদ শান্তনু ঠাকুরের কথা চিন্তাভাবনা করা হলেও সেই প্রস্তাবে রাজি হননি তিনি। ফলে তাঁর পরিবর্তে ঠাকুরবাড়ির আরের সদস্য সুব্রত ঠাকুরকে প্রার্থী হিসেবে বেছে নিয়েছে BJP।
Be the first to comment