অবশেষে স্বস্তি। হাসপাতাল থেকে ছাড়া পেলেন মিঠুন চক্রবর্তী। ছাড়া পেয়েই সাংবাদিকদের মুখোমুখি হতে দেখা গেল তাঁকে। বেশ খোশমেজাজেই নিজের ‘ওভারইটিং’ অর্থাৎ অতিরিক্ত খাওয়া নিয়ে মন্তব্য করতে দেখা গেল তাঁকে। একই সঙ্গে আসন্ন লোকসভা নির্বাচনের আগে রাজনৈতিক বার্তাও দিলেন তিনি।
এ দিন মিঠুন বলেন, ” খাওয়া নিয়ন্ত্রণ করুন । আমার সমস্যা খাওয়াতে। আমি গোগ্রাসে খাই। ওভারইটিং করি। আমি রাক্ষস, তাই বকা খেলাম। আমার ৪২টি কেন্দ্র কে দেখবে? বিজেপি করব।” এরই পাশাপাশি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর প্রশংসাও করতে দেখা গেল তাঁকে। নিজেই জানালেন সুস্থ বোধ করছেন। ভাল আছেন তিনি। প্রসঙ্গত, মিঠুন অসুস্থ হওয়ার খবর শুনেই গত দুই দিন ধরে রাজ চক্রবর্তী থেকে সোহম চক্রবর্তী– একের পর এক রাজনৈতিক ব্যক্তিত্ব মিঠুনকে দেখতে এসেছিলেন। শুধু তাই তিনি হাসপাতালে থাকাকালীন এসেছিল প্রধানমন্ত্রীর ফোনও। কথাও হয় দু’জনের।
Be the first to comment