বেআইনি নির্মাণের দায়ে বিপাকে মিঠুন চক্রবর্তী। তামিলনাড়ুর নিলগিরি পার্বত্য অঞ্চলে বেআইনি ভাবে নির্মিত ২৭ টি রিসর্ট ‘সিল’ করে দেওয়ার নির্দেশ দিল সুপ্রিম কোর্ট। যার একটি মিঠুনের। ‘নাম মোনার্কি সাফারি পার্ক’। জানা গেছে, তামিলনাড়ু থেকে শুরু করে কর্নাটক অবধি চলে গিয়েছে সংরক্ষিত এলিফ্যান্ট করিডোর। আর অবৈদ নির্মানের ফলে সেই করিডরের সুরক্ষা বিপন্ন।
এই নিয়ে সুপ্রিম কোর্টে একটি রিপোর্ট জমা দেন নিলগিরির জেলা শাসক আই জে দিব্যা। তিনি জানান, নিলগিরির মাসিনাগুড়িতে মিঠুন চক্রবর্তীকে জমি দেওয়া হয়েছে বাড়ি বানানোর জন্য। রিসর্ট তৈরির অনুমতি ছিল না। শুধু মিঠুন নয়, নীলগিরি-তে বেআইনি ভাবে চলছে প্রায় ৩৯টি রিসর্ট। এর মধ্যে ১২ টি রিসর্টের কাছে কোনও সরকারি কাগজই নেই। বাকি ২৭ জনকে বাড়ির অনুমতি দেওয়া হয়েছিল। কিন্তু তাঁরা রিসর্ট বানিয়ে নিয়েছেন। সব শুনে বিচারপতি মদন লোকুর, এস আব্দুল নাজির এবং দীপক গুপ্তের ডিভশন বেঞ্চ নির্দেশ দেয়, ৪৮ ঘণ্টার মধ্যে ২৭ টি রিসর্ট সিল করে দিতে হবে। আর বাকি ১২টি রিসর্ট কর্তৃপক্ষকে ৪৮ ঘণ্টা সময় দেওয়া হয়। এরমধ্যে তারা বৈধ অনুমতি পত্র দেখাতে না পারলে সেগুলিও বন্ধ করে দেওয়া হবে।
Be the first to comment