রাজ্যের শাসকদল তৃণমূল কংগ্রেসকে আবারও তুলোধনা করলেন মহাগুরু মিঠুন চক্রবর্তী। ‘তৃণমূল নেতৃত্বাধীন সরকারের বিরুদ্ধে মানুষের রাগ বেরিয়ে আসছে’। শুক্রবার বরাহনগরে বিজেপির তারকা প্রার্থী পার্নো মিত্রের সমর্থনে রোড শোয়ে যোগ দিয়ে এমনই মন্তব্য করেছেন মিঠুন চক্রবর্তী।
এদিন দমদমের সিঁথির মোড় থেকে শুরু হয় বিজেপির এই মেগা রোড শো। এদিনের রোড শো ঘিরে বিজেপির কর্ম-সমর্থকদের উৎসাহ ছিল চোখে পড়ার মতো। একুশের ভোট প্রেস্টিজ ফাইট। বাংলা দখলে মরিয়া গেরুয়া শিবির। ইতিমধ্যেই চিন পর্বের নির্বাচন শেষ রাজ্যে। চতুর্থ দফায় আগামিকাল ১০ এপ্রিল রাজ্যের ৪৪টি আসনে ভোটগ্রহণ হবে। চতুর্থ দফার ভোটের আগে প্রচারে ঝড় তুলছেন তৃণমূল সুপ্রিমো। এবারের ভোটে রাজ্যজুড়ে বিপুল সংখ্যা কেন্দ্রীয় বাহিনী মোতায়েন রয়েছে। পুরোপুরি কেন্দ্রের জওয়ানদের নজরদারিতেই বাংলায় বিধানসভা ভোট হচ্ছে। রাজ্য পুলিশকে বুথের কাছাকাছি পৌঁছোতে দেওয়া হচ্ছে না। যা নিয়ে শুরু থেকেই প্রশ্ন তোলে শাসকদল তৃণমূল।
গত তিন দফার নির্বাচনে প্রতিটি কেন্দ্রে আধা সেনা ছড়াছড়ি ছিল। তবুও অশান্তি এড়ানো যায়নি। রাজনৈতিক সংঘর্ষ, বাড়ি-গাড়ি ভাঙচুর, প্রার্থীকে মারধর থেকে শুরু করে খুনের অভিযোগও উঠেছে। সম্প্রতি তৃণমূলের সঙ্গে সম্পর্ক ছেদ করে বিজেপিতে নাম লিখিয়েছেন মহাগুরু মিঠুন চক্রবর্তী। মোদী-শাহের হাত ধরে বাংলায় রাজনৈতিক পরিবর্তন আসবে বলে মনে করেন অভিনেতা। কলকাতার ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর উপস্থিতিতে বিজেপিতে যোগ দেন মিঠুন চক্রবর্তী।
আনুষ্ঠানিকভাবে বিজপিতে যোগ দেওয়ার সপ্তাহ খানেক পরেই দলের প্রার্থীদের সমর্থনে রাজ্যজুড়ে প্রচার চালাচ্ছেন মিঠুন চক্রবর্তী। মিঠুনের প্রতিটি রোড শোয়ে দলের নেতা-কর্মী-সমর্থকরা তো থাকছেনই, এরই পাশাপাশি মহাগুরুকে দেখতে ভিড় জমাচ্ছেন বহু সাধারণ মানুষও।
শুক্রবার সকালে বরাহনগরে দলীয় প্রার্থী অভিনেত্রী পার্নো মিত্রের সমর্থনে রোড শোয়ে হাজির হন মিঠুন চক্রবর্তী। পার্নো মিত্রকে সঙ্গে নিয়ে রোড শোয়ে মিঠুন। এলাকার প্রচুর বিজেপি কর্মী-সমর্থক যোগ দেন বর্ণাঢ্য এই রোড শোতে। এদিন সিঁথির মোড় থেকে শুরু হয় রোড শো। এদিনের রোড শোয়ে হাজির হয়ে মিঠুন চক্রবর্তী বলেন, ‘‘তৃণমূল নেতৃত্বাধীন সরকারের বিরুদ্ধে মানুষের রাগ বেরিয়ে আসছে।’’
Be the first to comment