পিঙ্ক বলে বিশ্বসেরা পেস আক্রমণের সামনে বাংলাদেশের ব্যাটসম্যানদের অসহায় দেখাবে এটাই স্বাভাবিক ৷ শুক্রবার ইডেন টেস্টের প্রথম দিন বংলাদেশের জোড়া কনকাসনের পর শনিবার দ্বিতীয় ইনিংসে হেলমেটে বলের আঘাত পেলেন মহম্মদ মিঠুন ৷
শুক্রবার ম্যাচের প্রথম দিন মহম্মদ শামির বাউন্সারে হেলমেটে লাগায় আহত হয়ে মাঠে ছাড়তে বাধ্য হয়েছিলেন দুই বাংলাদেশি ব্যাটসম্যান লিটল দাস ও নঈম হোসেন ৷ পরে আর মাঠে নামা হয়নি এই দুই ক্রিকেটারের ৷ লিটন ও নঈম দু’জনেই হাসপাতালে নিয়ে যাওয়া হয় ৷ সেখানে দু’জনেরই সিটি স্ক্যান করা হয় ৷ কিন্তু চোট গুরুতর না হওয়ায় প্রাথমিক চিকিৎসার পর লিটন ও নঈমকে ছেড়ে দেওয়া হয় ৷ এই দুই ক্রিকেটারের পরিবর্ত অর্থাৎ কনকাসন নেয় বাংলাদেশ ৷
বাংলাদেশের প্রথম ইনিংসে ২১তম ওভারে শামির তৃতীয় বল লিটনের হেলমেটে লাগে ৷ ফিজিও’র প্রাথমিক শুশ্রুষার পর ব্যাটিং শুরু করলেও পরের ওভারেই অসুস্থবোধ করেন লিটন ৷ ফলে মাঠ ছাড়তে বাধ্য হন তিনি ৷ লিটন অবসৃত হন ব্যক্তিগত ২৪ রানে ৷ নতুন করে ব্যাট করতে না-নামতে পারায় লিটনের কনকাশন পরিবর্ত হিসেবে মেহেদি হাসানকে ব্যাট করতে পাঠায় বাংলাদেশ ৷ ফলে ইডেনে ঐতিহাসিক পিঙ্ক টেস্টে আর মাঠে নামতে পারেননি বাংলাদেশের এই উইকেটকিপার ব্যাটসম্যান ৷ লিটনের কনকাসন পরিবর্ত হিসেবে মাঠে নেমে ভারতীয় ইনিংসে উইকেটের পিছনে গ্লাভস হাতে দাঁড়ান মিঠুন ৷
দ্বিতীয় সেশনের শুরুতেই বাংলাদেশের মনোবলে আবার ধাক্কা দেন শামি ৷ বিরতির আগে শামির বাউন্সার হেলমেটে লাগায় মাঠে ছাড়েন লিটন ৷ আর বিরতির পর শামির বাউন্সার হেলমেটে নঈম হাসানের ৷ হেলমেটে বল লাগার পর নঈম কিছুক্ষণ সময় নেন স্বাভাবিক হতে৷ পুনরায় ব্যাটিং শুরু করেন তিনি ৷ তবে ব্যক্তিগত ১৯ রানে ইশান্ত শর্মার বলে বোল্ড হয়ে প্যাভিলিয়নে ফেরেন ৷ যদিও পরে তাঁকেও চিকিৎসকার জন্য হাসাপাতালে নিয়ে যাওয়া হয় ৷ তাঁরও সিটি স্ক্যান করা হয় ৷ পরে নঈমের কনকাশন পরিবর্ত হিসাবে মাঠে নামেন তাইজুল ইসলাম।
কিন্তু শনিবার ফের হেলমেটে চোট পান আর দুই বাংলাদেশি ব্যাটসম্যান ৷ দুই ক্ষেত্রেই বোলার ছিলেন ইশান্ত শর্মা ৷ দ্বিতীয় ইনিংসে পঞ্চম ওভারের দ্বিতীয় বলে হেলমেটে বল লাগে মিঠুনের ৷ তবে এরপর ব্যাটিং করেন মিঠুন ৷ কিন্তু পরের ওভারেই উমেশ যাদবের বলে শামির হাতে সহজ ক্যাচ দিয়ে মাত্র ৬ রান করে ড্রেসিংরুমে ফেরেন তিনি ৷ তারপর ইশান্তের ডেলিভারি হেলমেটে লাগে মুশফিকুর রহিমের ৷ তবে হেলমেটে বল লাগার পরেও বুক চিতিয়ে ভারতীয় বোলিংরে বিরুদ্ধে লড়াই চালাচ্ছেন রহিম ৷ তবে হ্যামস্ট্রিংয়ে টান ধরায় ব্যক্তিগত ৩৯ রানে মাঠে ছাড়তে বাধ্য হন মাহমুদুল্লাহ ৷
দেখুন ভিডিও!
Be the first to comment