কারও মুখে মাস্ক নেই, মঞ্চেই উঠলেন না মিঠুন চক্রবর্তী

Spread the love

সোমবার রাজ্যে যখন সপ্তম দফার ভোট চলছে, অন্য দিকে এ দিন রাজ্যে নির্বাচনী প্রচারে এসেছিলেন অভিনেতা মিঠুন চক্রবর্তী। বোলপুরে একটি জনসভা করার কথা ছিল তাঁর। সূচী অনুযায়ী, সভার পাশেই নামে তাঁর হেলিকপ্টার। তাঁর সঙ্গে ছিলেন বিজেপি নেতা তথা বোলপুরের প্রার্থী অনির্বাণ গঙ্গোপাধ্যায়ও। কিন্তু হেলিকপ্টার থেকে নেমে জমায়েত দেখেই পিছু হটেন তিনি। মঞ্চে উঠতে রাজি হননি। ব্যারিকেডের ভিতর থেকেই মাইক্রোফোন হাতে বক্তব্য দিতে শুরু করে উপস্থিত জনতার উদ্দেশে।
বাঙালির প্রিয় অভিনেতা তথা ‘মহাগুরু’কে দেখতে এ দিন স্বাভাবিকভাবেই ভিড় ছিল চোখে পড়ার মতো। অনেকের মুখেই ছিল না মাস্ক। জমায়েতে সামাজিক দূরত্বও মানা হয়নি। সচেতনতার অভাব দেখে নিজেই ব্যারিকেডের ভিতর থেকে ভিড় নিয়ন্ত্রণ করার চেষ্টা করেন তিনি।হাত দিয়ে সরে দাঁড়াতে বলেন উপস্থিত জনতাকে। ব্যারিকেডের ভিতর থেকে্ তৃণমূলের বিরুদ্ধে বার্তা দেন তিনি। কেন্দ্রের যোজনার টাকা কেন রাজ্যের কৃষকরা পাচ্ছেন না সেই প্রশ্নও তোলেন। হেলিকপ্টারে ওঠার আগে বলে যান, ‘অনির্বান গঙ্গোপাধ্যায় জিতলে আসব, বড় করে অনুষ্ঠান করব।’
উল্লেখ্য, দিন দুয়েক আগেই মিঠুনের সভায় জমায়েতের জেরে তৈরি হয় বিতর্ক। মালদার বৈষ্ণবনগরের সেই জনসভায় ৫-৬ হাজার মানুষের জমায়েত দেখা যায়। বিজেপির পক্ষ নিয়ে আবেদনও জানানো হয়েছিল যাতে কম মানুষ আসেন। কিন্তু মিঠুনকে দেখতে সে দিনও সভাস্থলে ছিল উপচে পড়ে ভিড়। অধিকাংশের মুখেই মাস্কের বালাই ছিল না। সভাস্থলে উপস্থিত বিজেপি সমর্থকদের সঙ্গে করমর্দনও করেন মিঠুন। আর সেই দৃশ্য সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়ার পরই নির্বাচন কমিশনে নালিশ জানায় তৃণমূল।
অন্যদিকে, কোভিড বিধিভঙ্গের অভিযোগে এফআইআর দায়ের করার নির্দেশ দেন জেলাশাসক।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*