ভারতীয় জনতা পার্টিতে যোগদানের পরই কেন্দ্রীয় নিরাপত্তা পেলেন অভিনেতা মিঠুন চক্রবর্তী ৷ তাঁকে ওয়াই প্লাস ক্যাটাগরির নিরাপত্তা দেওয়া হচ্ছে বলে কেন্দ্রের তরফে জানা গিয়েছে ৷ কেন্দ্রীয় শিল্প নিরাপত্তা বাহিনী বা সিআইএসএফ মিঠুনকে নিরাপত্তা দেওয়ার প্রক্রিয়া শুরু করেছে বলে খবর ৷
মিঠুন চক্রবর্তীর বিজেপিতে যোগদানের জল্পনা দীর্ঘদিন ধরেই চলছিল ৷ সেই জল্পনা বাস্তবে পরিণত হয় গত ৭ মার্চ ৷ সেদিন কলকাতার ব্রিগেড ময়দানে বিজেপিতে যোগদান করেন বর্ষীয়ান এই অভিনেতা ৷ তাঁকে গেরুয়া শিবিরে স্বাগত জানান বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ ৷
সেদিন ব্রিগেডে বিজেপির ‘তারকা’ ছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ৷ কিন্তু তিনি মঞ্চে উপস্থিত হওয়ার আগে পর্যন্ত মিঠুনকে ঘিরেই চলেছে যাবতীয় উন্মাদনা ৷ মাত্র কয়েক মিনিটের ভাষণে মিঠুনও বুঝিয়ে দেন অনেক কিছুর জবাব দিতেই তিনি আবার বাংলায় ফিরেছেন ৷
সেদিনের পর থেকে মিঠুনকে নতুন করে জল্পনার মাত্রা চড়তে শুরু করে ৷ তিনি এবারের বিধানসভা নির্বাচনে প্রার্থী হবেন ? তাঁকে কি বিজেপি এই রাজ্যে মুখ্যমন্ত্রীর মুখ করতে চলেছে ? এই সব প্রশ্নের বাউন্সার সেদিনের পর থেকে একাধিকবার সামলাতে হয়েছে স্বয়ং ‘মহাগুরু’কেও ৷ কিন্তু আপাতত তিনি শুধু প্রচারেই নামছেন বলে খবর ৷
সেই প্রচার শুরুর আগেই কেন্দ্রীয় সরকারের তরফে মিঠুনের জন্য ব্যবস্থা করা হল ওয়াই প্লাস ক্যাটাগরির নিরাপত্তার ৷ কেন্দ্রের একটি সূত্র থেকে জানা গিয়েছে যে এই ক্যাটাগরিতে নিরাপত্তার দায়িত্বে থাকেন ১১ জন ৷ এঁদের মধ্যে ১ থেকে ২ জন কমান্ডো থাকেন ৷
Be the first to comment