দীপান্বিতা মিত্রঃ
ব্যোমকেশ এবার হাতের মুঠোয়। শরদিন্দু বন্দোপাধ্যায়ের অনবদ্য সৃষ্টি এই গোয়েন্দা চরিত্রটি বরাবরই বাংলার চলচ্চিত্র নির্মাতাদের প্রলোভিত করে এসেছে। যার ফলস্বরূপ আমরা সেলুলয়েডের একাধিক পরিচালকের ব্যোমকেশকে দেখতে অভ্যস্ত হয়ে পড়েছি। বাদ যায়নি ছোটপর্দাও, সেখানেও স্বমিহমায় বিরাজমান ছিলেন ব্যোমকেশ বক্সী। তবে বাঙালিয়ানায় ভরপুর এই গোয়েন্দা চরিত্রটি দর্শকদের আরও কাছাকাছি আসতে চলছে। একেবারে হাতের মুঠোয়, মোবাইলের স্ক্রিনে। ভেঙ্কটেশ ফিল্মের মস্তিষ্কপ্রসূত হইচই আ্যপের মাধ্যমে। শুরু হতে চলেছে নতুন ওয়েব সিরিজ। মুখ্য চরিত্রে রয়েছেন অনির্বাণ। ভট্টচার্য। তিনি যে সু অভিনেতা তাতে কোনও সন্দেহ নেই। তবে বাঙালির অতি প্রিয় সত্যান্বেষী হয়ে উঠতে পারেন কি না তা সময়ই বলবে।
Be the first to comment