অন্ডাল বিমানবন্দরে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে দেখা করলো বিজেপির পাঁচ সদস্যের প্রতিনিধি দল ৷ নাগরিকত্ব সংশোধনী আইন ও NRC ঘিরে রাজ্যজুড়ে সৃষ্টি হওয়া অশান্তির কথা প্রধানমন্ত্রীকে জানায় তারা ৷ মনোযোগ দিয়ে তাদের কথা শোনেন প্রধানমন্ত্রী ৷ ঝাড়খণ্ডের নির্বাচনী সভা শেষে ফের অন্ডালে আসার কথা মোদীর ৷ সেই সময় বিস্তারিত আলোচনা হবে বলে জানা গেছে বিজেপির প্রতিনিধি দল সূত্রে ৷
প্রধানমন্ত্রীর নরেন্দ্র মোদী ঝাড়খণ্ড যাচ্ছেন বর্ধমানের অন্ডাল হয়ে ৷ রবিবার অন্ডাল বিমানবন্দরে মোদী নামার পর ঝাড়খণ্ডের দুমকায় যাবেন নির্বাচনী জনসভায় যোগ দিতে। রাজ্যে এই মুহূর্তে নাগরিকত্ব সংশোধনী আইন এবং নাগরিকপঞ্জি বিলকে কেন্দ্র করে এক অস্থির বাতাবরণ তৈরি হয়েছে ৷ প্রধানমন্ত্রীকে রাজ্যের সামগ্রিক পরিস্থিতি নিয়ে রিপোর্ট দিতে অন্ডাল বিমানবন্দরে পৌঁছেছেন বিশ্বপ্রিয় রায় চৌধুরীর নেতৃত্বে পাঁচ সদস্যের প্রতিনিধি দল।
অন্ডাল বিমানবন্দরে প্রধানমন্ত্রীর এই ঝটিকা সফরকে কেন্দ্র করে কড়া নিরাপত্তা বজায় রাখা হয়েছে আসানসোল-দুর্গাপুর পুলিশ কমিশনারেটের তরফে। অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে পুলিশ বাহিনীর সঙ্গে রয়েছে RAF ও কমব্যাট ফোর্স।
বিশ্বপ্রিয় রায়চৌধুরী জানান, রাজ্যে যে অস্থির বাতাবরণ তৈরি হয়েছে তার জন্য দায়ী মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার। তাদের মদতেই হিংসাত্মক ঘটনা ঘটছে। সরকার কড়া হাতে দমন করার কথা মুখে বলছে ৷ কিন্তু এখনও পর্যন্ত কেউ গ্রেপ্তার হয়নি। রবিবার সকাল থেকেই রাজ্যে অস্থির বাতাবরণ বিভিন্ন জেলায়। আমরা রাষ্ট্রপতি শাসনের দাবি জানাচ্ছি না। কিন্তু আমরা চাইছি সরকার শক্ত হাতে দমন করুক অশান্তির ঘটনাগুলি। প্রধানমন্ত্রীর কাছে আমরা সেই সমস্ত ঘটনা তুলে ধরব।
Be the first to comment