পাকিস্তানকে বাদ দিয়ে প্রতিবেশী দেশগুলিকে নতুন বছরের শুভেচ্ছা জানালেন মোদী

Spread the love

শুরু হয়ে গিয়েছে ২০২০ সাল। আর তাই নতুন বছর উপলক্ষে বুধবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ভুটান, শ্রীলঙ্কা, বাংলাদেশ নেপাল এবং মলদ্বীপের শীর্ষ নেতাদের ফোন করে শুভেচ্ছা জানিয়েছেন। তবে তিনি শুভেচ্ছা জানাননি পাকিস্তানকে। এমনটাই জানা গিয়েছে।

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ভুটান রাজা জিগ্মে খেসার নামগিল ওয়াংচুক্কে ফোন করে শুভেচ্ছা জানিয়েছেন। এছাড়াও বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা, স্রীলঙ্কার প্রেসিডেন্ট গতাবায়া রাজাপক্ষ এবং নেপালের প্রধানমন্ত্রী কেও শুভেচ্ছা জানিয়েছেন। তবে, এড়িয়ে গিয়েছেন পাকিস্তানকে।

এছাড়াও তিনি ভুটান সহ শ্রীলঙ্কা এবং মলদ্বীপের প্রধানকেও শুভেচ্ছা জানিয়েছেন এবং কথা বলেছেন। বুধবার দুপুরে নয়াদিল্লি থেকে ঢাকায় সরাসরি শেখ হাসিনাকে টেলিফোন করেন নরেন্দ্র মোদী। দেন ২০২০ সালের শুভেচ্ছা।মোদীকেও শুভেচ্ছা জানিয়েছেন শেখ হাসিনা।

প্রধানমন্ত্রী ভারতের জনগণ এবং তাঁর পক্ষ থেকে সকলকে নতুন বছরের শুভেচ্ছা জানিয়েছেন এমনটাই তাঁর দফতর থেকে জানা গিয়েছে। এছাড়াও শুভেচ্ছা জানানোর পাশাপাশি, প্রতিবেশী দেশের সঙ্গে হাত মিলিয়ে শান্তি ও সুরক্ষা মজবুত করার বিষয়েও কথা হয়েছে। তবে এড়িয়ে গিয়েছে পাকিস্তানকে।

এমনিতেই ৩৭০ ধারা বাতিলের পর থেকে পাকিস্তান ক্রমেই ভারতের বিরুদ্ধে কথা বলে আসছে। এছাড়াও বারংবার সংঘর্ষ বিরোধী সীমা লঙ্ঘন থেকে শুরু করে সাম্প্রতিক কালের বেশ কিছু বিষয়ের জন্য প্রধানমন্ত্রীর তরফ থেকে পাকিস্তানকে ফোন করা হয়নি বলে জানা গিয়েছে।

শেখ হাসিনাকে ফোন করে আওয়ামি লিগের সভানেত্রী হিসেবে পুনরায় নির্বাচিত হওয়ার কারণে শুভেচ্ছা জানিয়েছেন। এছাড়াও তিনি শেখ হাসিনাকে জানিয়েছেন বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমানের জন্মদিন এবং বাংলাদেশের মুক্তিযুদ্ধের ৫০ বছর পূর্তিতে ভারত বাংলাদেশের সম্পর্ক আরও শক্ত হবে বলেও জানিয়েছেন।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*