প্রবল তুষারপাতে অন্তঃসত্ত্বাকে কাঁধে বয়ে হাসপাতালে নিয়ে গেলেন জওয়ানরা। এই কাজের প্রশংসা করে টুইট করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। চিনার কর্পস ইন্ডিয়ার আর্মির টুইটার হ্যান্ডেল থেকে এই ঘটনার ভিডিয়োটি টুইট করা হয়েছিল। সেটি উল্লেখ করে শুভেচ্ছা জানিয়ে রিটুইট করেন প্রধানমন্ত্রী।
প্রধানমন্ত্রী টুইটে লেখেন, আমাদের সেনা বীরত্ব, পেশাদারিত্বের জন্য সর্বজনবিদিত ৷ মানবিক চেতনার জন্যও তাঁদের শ্রদ্ধা জানাই ৷ যেখানেই প্রয়োজন হবে, আমাদের সেনা এগিয়ে আসবে ৷ প্রয়োজনীয় সব কিছু করবে ৷ আমাদের সেনার জন্য আমি গর্বিত ৷
ভিডিয়োটি টুইট করে চিনার কর্পস ইন্ডিয়ান আর্মির টুইটর হ্যান্ডেল থেকে লেখা হয়, প্রবল তুষারপাতের মধ্যে এক অন্তঃসত্ত্বাকে কাঁধে বয়ে হাসপাতালে নিয়ে যায় ভারতীয় সেনা। ১০০ জন জওয়ান সেখানে ছিলেন। ছিলেন ৩০ জন স্থানীয় নাগরিক। তাঁদের হাসপাতালে পৌঁছাতে ৪ ঘণ্টা সময় লাগে। শামিমা নামের মহিলাটির আপৎকালীন ভিত্তিতে চিকিৎসার প্রয়োজন ছিল। সন্তানের জন্ম হয় হাসপাতালে ৷ শিশু ও শামিমা দুজনেই ভালো আছেন।
Be the first to comment