আজ রাত ১২টা থেকে গোটা দেশে ২১ দিনের লকডাউনঃ নরেন্দ্র মোদী

Spread the love

মঙ্গলবার ২১ দিনের লকডাউনের কথা ঘোষণা করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এর আগে ‘জনতা কার্ফু’র কথা বলেছিলেন মোদী। আর এবার ২১ দিনের লকডাউন। মঙ্গলবার জাতির উদ্দেশ্যে ভাষণ দেওয়ার কথা আগেই জানিয়েছিলেন প্রধানমন্ত্রী। সেখানে যে একটা বড় ঘোষণা হবে, তা আগে থেকেই বোঝা গিয়েছিল। আর তাই সত্যি হল। দেশ জোড়া লকডাউনের কথা ঘোষণা করলেন মোদী।

মোদী বলেন, ‘এটাও এক ধরনের কার্ফু। কেউ বাড়ি থেকে বেরতে পারবেন না। এভাবেই করোনা ভাইরাস থেকে বাঁচানো সম্ভব।’ তিনি আরও বলেন, ‘২১ দিন নিয়ন্ত্রণে আনতে না পারলে ২১ বছর পিছিয়ে যেতে হবে আপনাদের।’ মঙ্গলবার মধ্যরাত থেকে জারি হচ্ছে এই লকডাউন।

মোদী বলেন, ‘হাত জোড় করে প্রার্থনা করছি। আপনি সেইসব লোকের জন্য ভাবুন, যারা নিজেদের কর্তব্যের জন্য প্রাণের মায়া ত্যাগ করে লড়াই করছেন।’ আগেরবারই মোদী বলেছিলেন, ‘আমি আপনাদের জীবনের কয়েকটা সপ্তাহ চাইছি।’ এবার সেই বক্তব্যকেই ব্যাখ্যা করে মোদী বলেন, ‘আগামী তিন সপ্তাহ দেশ জুড়ে জারি থাকবে লকডাউন। কেউ দয়া করে বাড়ি থেকে বেরবেন না।

প্রধানমন্ত্রীর কথা অনুযায়ী, ‘বাড়ির বাইরে লক্ষণরেখা টেনে দিন।’ দেশের প্রত্যেকটা গ্রাম, প্রত্যেকটা গলিতে জারি থাকবে লকডাউন। সতর্ক করে তিনি বলেন, অনেক উন্নত দেশও এই ভাইরাসের কাছে হার মেনেছে। অনেক প্রস্তুতি নিয়েও একে থামানো সম্ভব হয়নি।

তিনি বলেন, “এই ২১ দিনের কারফিউ যদি ঘোষণা না করি তাহলে এর ফল আমাদের আগামী ২১ বছর বইতে হবে ৷ তাই বাড়ির সামনে লক্ষ্মণরেখা টেনে দিন ৷ শুধু ঘরের মধ্যেই থাকুন ৷ এটা যদি না মানেন তাহলে এর ফলে আমাদের ভুগতে হবে ৷”  একইসঙ্গে মোদি দেশের প্রতিটি স্বাস্থ্য কর্মী, চিকিৎসার সঙ্গে যুক্ত প্রতিটি মানুষকে ধন্যবাদ জানিয়েছেন এই ভাইরাসের মধ্যে যেভাবে তাঁরা কাঁধে কাঁধ মিলিয়ে লড়াই করছেন ৷  

যেভাবে এই কঠিন পরিস্থিতির মধ্যে চিকিৎসক, নার্সরা তাঁদের দায়িত্ব পালন করে চলেছেন তার ভূয়সী প্রশংসা করেন প্রধানমন্ত্রী ৷ আজ প্রধানমন্ত্রী জানান, কোরোনা মোকাবিলায় ১৫০০০ কোটি টাকার বিশেষ তহবিল তৈরি করা হয়েছে। ধন্যবাদ জানিয়েছেন সাফাই কর্মীদের ৷

এদিন প্রধানমন্ত্রীর কথায় উঠে আসে পুলিশ, সংবাদকর্মীদের প্রসঙ্গ ৷ তারা যেভাবে ‘ভয়ঙ্কর’ পরিস্থিতিতে লড়াই করছেন, নিজেদের দায়িত্ব পালন করে চলেছেন তার জন্য ধন্যবাদ জানান প্রধানমন্ত্রী ৷ মোদির কথায়, “জীবন থাকলে দেশ থাকবে ৷” তাই স্বাস্থ্য পরিষেবার সঙ্গে যুক্ত কর্মীদের আরও সচেতন হয়ে কাজ করার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী ৷  

এদিন প্রধানমন্ত্রী আহ্বান জানিয়েছেন দেশের প্রতিটি রাজ্য সরকারি প্রতিষ্ঠান-বেসরকারি প্রতিষ্ঠানের কাছে ৷ যাতে কাঁধে কাঁধ মিলিয়ে এই পরিস্থিতির বিরুদ্ধে লড়াই করতে পারে সবাই ৷ একইসঙ্গে কোরোনা নিয়ে যাতে গুজব তৈরি করে অকারণে পরিস্থিতি জটিল করা না হয় তার আবেদন জানিয়েছেন তিনি ৷ তাঁর কথায়, শুধুমাত্র চিকিৎসকদের কথা শুনুন ৷

শুনুন প্রধানমন্ত্রীর বক্তব্য!

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*