২১দিন বাড়ির সামনে লক্ষণরেখা টেনে রাখুন; দেশবাসীকে অনুরোধ প্রধানমন্ত্রীর

Spread the love

সারা দেশ জুড়ে এখন করোনা আতঙ্ক। যেভাবে এই ভাইরাস সারা বিশ্বে ছড়িয়ে পড়ছে তাতে স্বাভাবিক ভাবেই চিন্তিত আমাদের সরকার। এই ভাইরাসকে রুখতে কেন্দ্রীয় সরকার সকলকে গৃহবন্দি থাকতে আগেই বলেছিলেন। মঙ্গলবার জাতির উদ্দেশ্যে ভাষণ দিতে এসে প্রধানমন্ত্রী  সকলকে বাড়ি থেকে বেড়োতে বারণ করেন। তিনি সারা দেশে ২১ দিনের জন্য লকডাউন ঘোষণা করেন।

এর আগে জনতা কারফিউ ঘোষণা করে তিনি দেশবাসীকে সকাল সাতটা থেকে রাত নটা পর্যন্ত গৃহবন্দি করেছিলেন। এবার করোনা ভাইরাসকে রুখতে তিনি টানা ২১ দিনের জন্য সারা দেশে লকডাউন ঘোষণা করলেন। তিনি সকলকে বাড়িতে থাকতে অনুরোধ করে বলেন, “যে দেশ এই নিয়ম মেনেছে তারা এই ভাইরাসের মোকাবিলা করতে পেরেছে। আমরাও নিজেদের গৃহবন্দি করে এই রোগ থকে মুক্তি পাব। তার জন্য আপনাদের সকলকে নিজের বাড়ির সামনে লক্ষণরেখা টানতে হবে। যাই হয়ে যাক ওই রেখা পার করা যাবে না। বাইরে বেরোনো যাবে না।”  

আজ জাতির উদ্দেশ্যে বলতে এসে একথা জানালেন নরেন্দ্র মোদী। তিনি সারা দেশের মানুষকে তাঁর পাশে চেয়েছেন।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*