করোনার জন্য ১৫০০০ কোটি বরাদ্দ করলো কেন্দ্র

Spread the love

দেশ জুড়ে একটাই আতঙ্ক। করোনা ভাইরাস। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী দেশ জুড়ে লকডাউনের ঘোষণা করলেন। নজিরবিহীনভাবে ২১ দিনের জন্য এই লকডাউন ঘোষণা করা হল।

করোনার মোকাবিলায় বিশাল পরিমাণ অর্থ বরাদ্দ করার কথা ঘোষণা করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। জাতির উদ্দেশে ভাষণ দিতে গিয়ে প্রধানমন্ত্রী ঘোষণা করেন, করোনা আক্রান্তদের চিকিত্সায় ১৫ হাজার কোটি টাকা খরচের অনুমোদন দিয়েছে কেন্দ্রীয় সরকার। ওই টাকা খরচ হবে স্বাস্থ্য ক্ষেত্রে। ওই টাকায় আইসোলেশন ওয়ার্ড, কিট, ভেন্টিলেটরের সংখ্যা দ্রুত বাড়ানো হবে। শুরু হবে মেডিক্যাল ও প্যারামেডিক্যাল ট্রেনিংয়ের কাজ।

মঙ্গলবার মধ্যরাত অর্থাৎ ১২টা থেকে গোটা দেশে সম্পূর্ণ লকডাউনের ঘোষণা করেন প্রধানমন্ত্রী। ২১ দিনের জন্য দেশ লকডাউন থাকবে বলে জানান তিনি। তাঁর কথায়,”ভারতকে বাঁচাতে ২১ দিন, তিন সপ্তাহ ঘরের মধ্যেই থাকুন। এখন যে যেখানে আছেন, সেখানেই থাকুন।

মোদী বলেন, ‘এটাও এক ধরনের কার্ফু। কেউ বাড়ি থেকে বেরতে পারবেন না। এভাবেই করোনা ভাইরাস থেকে বাঁচানো সম্ভব।’ তিনি বলেন, ‘২১ দিন নিয়ন্ত্রণে আনতে না পারলে ২১ বছর পিছিয়ে যেতে হবে আপনাদের।’ মঙ্গলবার মধ্যরাত থেকে জারি হচ্ছে এই লকডাউন। মোদী বলেন, ‘হাত জোড় করে প্রার্থনা করছি। আপনি সেইসব লোকের জন্য ভাবুন, যারা নিজেদের কর্তব্যের জন্য প্রাণের মায়া ত্যাগ করে লড়াই করছেন।’

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*